স্থূলতার হিসেব এতদিন মূলত বডি মাস ইনডেক্স (বি এম আই)–এর মাপকাঠিতে করা হত। কিন্তু সাম্প্রতিক এক অভিনব গবেষণা দেখাচ্ছে, শুধু ওজন ও উচ্চতার হিসাব দিয়ে শরীরের প্রকৃত স্বাস্থ্যঝুঁকি বোঝা যায় না। শরীরে চর্বি কোথায় অতিস্নেহের পরশ পেয়ে ঘাঁটি গাড়ছে, বিশেষ করে ভুঁড়িতে, সেটিই অনেক ক্ষেত্রে রোগঝুঁকির বড় নির্দেশক। এই নতুন দৃষ্টিভঙ্গি প্রয়োগ করলে যুক্তরাষ্ট্রের প্রায় ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ককে এখন স্থূলতার আওতায় ফেলতে হয়—যা আগের হিসাবের তুলনায় বিস্ময়করভাবে বেশি।
ম্যাস জেনারেল ব্রিঘাম–এর গবেষকেরা ল্যান্সেট ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রিনোলজি কমিশন প্রস্তাবিত নতুন সংজ্ঞা ব্যবহার করে দেখিয়েছেন, বর্তমানে বি এম আই -এর পাশাপাশি কোমরের মাপ, কোমর : উচ্চতা অনুপাত এবং কোমর : নিতম্ব অনুপাতকেও গুরুত্ব দেওয়া হয়েছে। জামা নেটওয়ার্ক ওপেন -এ প্রকাশিত এই গবেষণায় ৩ লক্ষেরও বেশি আমেরিকাবাসীর তথ্য বিশ্লেষণ করা হয়েছে। ফলাফল বলছে, পুরোনো বি এম আই-ভিত্তিক পদ্ধতিতে যেখানে স্থূলতার হার ছিল প্রায় ৪৩ শতাংশ, সেখানে নতুন সংজ্ঞা প্রয়োগ করলে তা বেড়ে দাঁড়ায় ৬৮.৬ শতাংশে।
নতুন কাঠামো অনুযায়ী, স্থূলতা চিহ্নিত করা হচ্ছে দুইভাবে। একদিকে, যাদের বি এম আই বেশি এবং সঙ্গে অন্তত একটি অতিরিক্ত শারীরিক মাপ স্বাভাবিকের বাইরে, তারা পড়ছেন “বি এম আই প্লাস অ্যানথ্রোপোমেট্রিক স্থূলতার” দলে। অন্যদিকে, যাদের বি এম আই স্বাভাবিক হলেও অন্তত দুটি শারীরিক মাপে অতিরিক্ত চর্বির ইঙ্গিত রয়েছে, তারা পড়ছেন “শুধুমাত্র অ্যানথ্রোপোমেট্রিক স্থূলতা“-র দলে। আশ্চর্যের বিষয়, এই দ্বিতীয় গোষ্ঠীর মানুষদের অনেকেই এতদিন নিজেদের সম্পূর্ণ সুস্থ বলে ধরে নিয়েছিলেন।
কিন্তু সবচেয়ে উদ্বেগজনক তথ্যটি এখানেই শেষ নয়। গবেষণায় দেখা গেছে, এই নতুনভাবে চিহ্নিত ব্যক্তিদের মধ্যে ডায়াবেটিস, হৃদ্রোগ এবং অকালমৃত্যুর ঝুঁকি স্পষ্টভাবে বেশি। এমনকি যাদের ওজন স্বাভাবিক বলে মনে হয়, তাদের মধ্যেও পেটের চর্বি জমার কারণে শরীরের ভেতরে ধীরে ধীরে তৈরি হচ্ছে বিপজ্জনক বিপাকীয় পরিবর্তন। বয়স্কদের ক্ষেত্রে এই চিত্র আরও বিপজ্জনক। ৭০ বছরের বেশি বয়সীদের প্রায় ৮০ শতাংশই নতুন সংজ্ঞায় স্থূলতার আওতায় পড়ছেন। গবেষকরা মনে করছেন, এ শুধু এক পরিসংখ্যানগত পরিবর্তন নয়; বস্তুত স্থূলতা বোঝার পদ্ধতিতেই এক মৌলিক রূপান্তর।
বিশেষজ্ঞদের মতে, এই ফলাফল চিকিৎসা ও জনস্বাস্থ্য নীতিতে বড় প্রশ্ন তুলছে। শুধু ওজন কমানোই নয়,শরীরের চর্বির বণ্টন ও গঠনকে গুরুত্ব দিয়ে চিকিৎসা কৌশল নির্ধারণ করা জরুরি। তাই স্থূলতা আজ আর শুধু দাঁড়িপাল্লার সংখ্যায় ধরা পড়ে না; শরীরের অভ্যন্তরীণ পরিবর্তনই নির্ধারণ করে ভবিষ্যৎ স্বাস্থ্যের গতিপথ।
সূত্র : Nearly 70% of U.S. adults could now be classified as obese, Materials provided by Mass General Brigham , published in JAMA Network Open, 2025; 8 (10): e2537619 DOI: 10.1001/jamanetworkopen.2025.37619
