স্পার্ম ছাড়াই তৈরি হল ভ্রূণ! সৌজন্যে ইজরায়েলের বিজ্ঞানীরা

স্পার্ম ছাড়াই তৈরি হল ভ্রূণ! সৌজন্যে ইজরায়েলের বিজ্ঞানীরা

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ৯ আগষ্ট, ২০২২

বিশ্বের প্রথম কৃত্রিম ভ্রূণ তৈরি করে ফেললেন ইজ্রায়েলের একদল বিজ্ঞানী। তার জন্য স্পার্ম ব্যবহার করতে হয়নি তাদের। ইঁদুর থেকে স্টেম সেল ব্যবহার করে ভ্রূণের মত গঠন করেছিলেন প্রথমে বিজ্ঞানীরা যার একটি অন্ত্র, একটি মস্তিষ্কের মত গঠন আর একটি স্পন্দিত হৃদয়ও ছিল। এই ভ্রূণগুলোকে কৃত্রিম বলার অন্যতম কারণ এগুলো নিষিক্ত ডিম ছাড়াই তৈরি হয়েছে। বিজ্ঞানীরা প্রাকৃতিক ভ্রূণের বিকাশের সময় অঙ্গ ও টিসু তৈরির সাহায্যকারী প্রক্রিয়াগুলো আরও ভালভাবে বুঝতে পারেন। পাশাপাশি বিজ্ঞানীরা আশা করেন যে, এই ধরণের কৃত্রিম ভ্রূণ পরীক্ষা-নিরীক্ষার বোঝা কমাতে পারে এবং তার ফলে মানবদেহে প্রতিস্থাপনের জন্য কোষ এবং টিসুগুলির নতুন উৎসের পথও তৈরি করতে পারে। এই গবেষকদলের অন্যতম প্রফেসর জেকব হান্না ইংল্যান্ডের সংবাদপত্র দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন ভ্রূণের স্টেম কোষগুলো সম্পূর্ণ কৃত্রিম ভ্রূণ তৈরি করে এবং কৃত্রিম ভ্রূণের পাশে রয়েছে প্লাসেন্টা এবং কৃত্রিম থলিও। এর কার্যকারিতা সম্পর্কে তারা সত্যিই রোমাঞ্চিত। সেল ডট কম নামের একটি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।