স্বাধীনতার ৭৫ : ক্ষুদ্রতম উপগ্রহ যান ইসরোর

স্বাধীনতার ৭৫ : ক্ষুদ্রতম উপগ্রহ যান ইসরোর

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ৭ আগষ্ট, ২০২২

 

 

গত ৭ ই আগস্ট এস এস এল ভি বা স্মল স্যাটেলাইট লঞ্চ ভেইকেল লঞ্চ করলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। দীর্ঘ অপেক্ষার অবসানে ৭ই আগস্ট সকাল ৯ টা ৪৮ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের ফার্স্ট লঞ্চ প্যাড থেকে যাত্রা শুরু করে স্মল স্যাটেলাইট লঞ্চ ভেইকেলটি। নামেই বোঝা যাচ্ছে ছোট উপগ্রহ উৎক্ষেপন যান। ভারতের ক্ষেত্রে আজ অবদি পাঠানো উপগ্রহ যান গুলির মধ্যে সবচেয়ে ছোটো যান- যা মহাকাশে উপগ্রহ নিয়ে গেল। লো আর্থ অরবিটে যে উপগ্রহ গুলি ছাড়া হয় সেগুলি এমনকি মাত্র ৫০০ গ্রাম ওজনেরও হতে পারে। বিশ্বজুড়ে বাড়ছে ছোট উপগ্রহ উৎক্ষেপন যানের চাহিদা। সে বাজার ধরতেই ইসরোর এই উদ্যোগ।
যে উপগ্রহকে মহাকাশে পাঠালো ইসরো তার নাম মাইক্রোস্যাট ২এ বা ই ও এস -০২। এর সাথেই ‘আজাদি স্যাট’ নামে আরো একটি উপগ্রহ পাঠানো হয়েছে। প্রায় ৫০ গ্রাম ওজনের ৭৫ টি আলাদা পে-লোড রয়েছে এই স্মল স্যাটেলাইট লঞ্চ ভেইকেল এ। স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তির প্রাক্কালে ইসরোর উদ্যোগের সঙ্গে স্বাধীনতাকে সেলিব্রেট করার দিকটিও যুক্ত। লঞ্চ ভেইকেলটি মহাকাশে তিরঙ্গা ছড়িয়ে দেবে। মুশকিল হলো ইসরো চেয়ারম্যান ডি সোমনাথ জানিয়েছেন, সবকটি পর্যায় ঠিক ভাবে উতরে গেলেও চূড়ান্ত ধাপে কিছু তথ্য নষ্ট হচ্ছে। সকাল ১০ টা ৪৪ মিনিটে ইসরোর অফিসিয়াল টুইট হ্যান্ডেলে জানানো হয় চূড়ান্ত ধাপের কিছু তথ্য না পাওয়ার কথা। চেয়ারম্যান ডি সোমনাথ অবশ্য শীঘ্রই বিশদে দেখবার আশ্বাস দিয়েছেন।