স্বাধীনতার ৭৫ বছরে শুভেছা এক ইতালিয়ান নভশ্চরের

স্বাধীনতার ৭৫ বছরে শুভেছা এক ইতালিয়ান নভশ্চরের

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ১৬ আগষ্ট, ২০২২

আগামী ১৫ অগস্ট ভারতের স্বাধীনতার ৭৫ বছর। গোটা বিশ্ব থেকেই আসছে শুভেচ্ছাবার্তা। পৃথিবীর বাইরে থেকেও শুভেচ্ছাবার্তা পাঠালেন এক ইতালীয় নভশ্চর। সামান্থা ক্রিস্তোফরেত্তি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে একটি ভিডিওবার্তায় তিনি জানিয়েছেন, স্বাধীনতার ৭৫ বছরে গোটা ভারতবাসীকে তার শুভেচ্ছা। একইসঙ্গে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে শুভেচ্ছা জানিয়ে সামান্থা বলেছেন, “আসন্ন ‘নিসার’ মিশন নিয়ে নাসার সঙ্গে যৌথ উদ্যোগে ইসরো যে কাজ করছে তাতে আমাদের মত নভশ্চরদের মহাকাশে পৌঁছে যে কোনওরকম বিপর্যয় থেকে রক্ষা করতে করতে সুবিধে হবে। এই গবেষণার জন্যও আমার ইসরোকে আন্তরিক অভিনন্দন।” গগনায়ন মিশন নিয়েও ইসরোকে শুভেচ্ছা জানিয়েছেন সামান্থা।