বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৫ জানুয়ারী, ২০২২
এবছর ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে একসঙ্গে ৭৫টি উপগ্রহ পাঠানো হচ্ছে পৃথিবীর কক্ষপথে। একটিমাত্র উৎক্ষেপণেই। ৭৫টি উপগ্রহ পাঠানোর মূল উদ্দেশ্য দেশের ইন্টারনেট ব্যবস্থাকে আরও উন্নত করা। একইসঙ্গে লক্ষ্য প্রত্যন্ত এলাকাগুলোতেও ইন্টারনেট ব্যবস্থা ছড়িয়ে দেওয়াও, জানিয়েছে ইসরো। অভিযানের নাম ইউনিটিস্যাট। যার প্রথম অভিনবত্ব ৭৫টি কৃত্রিম উপগ্রহের প্রত্যেকটি তৈরি করা হয়েছে ভারতে। দ্বিতীয় অভিনবত্ব উপগ্রহগুলি বানিয়েছেন অন্তত এক হাজার ছাত্রছাত্রী। ছাত্রছাত্রীদের অনেকেই যুক্ত কানপুর আইআইটি, বম্বে আইআইটি-র সঙ্গে। স্কুলে পড়া ছাত্রছাত্রীও রয়েছে এই হাজার ছাত্রছাত্রীর মধ্যে।