স্মৃতি – মস্তিষ্ক বাদে শরীরের অন্য অংশেও সঞ্চিত থাকে

স্মৃতি – মস্তিষ্ক বাদে শরীরের অন্য অংশেও সঞ্চিত থাকে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৫ নভেম্বর, ২০২৪

 

আমাদের মস্তিষ্ক, বা মস্তিষ্কের কোশ স্মৃতি সঞ্চয় করে, তা সকলেই জানে। কিন্তু বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন শরীরের অন্যান্য অংশের কোশেও স্মৃতি সঞ্চিত থাকে। স্মৃতি কীভাবে কাজ করে তা বোঝার জন্য এই গবেষণা নতুন পথ খুলে দিয়েছে। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের নিকোলে ভি. কুকুশকিন জানিয়েছেন, শিখন ও স্মৃতি শুধুমাত্র মস্তিষ্কের কোশের সাথে জড়িত নয়, তাদের গবেষণায় দেখা গেছে শরীরের অন্যান্য কোশ শিখতে পারে এবং স্মৃতি গঠন করতে পারে। এই গবেষণা নেচার কমিউনিকেশনস জার্নালে প্রকাশিত হয়েছে।
আমরা যখন একটানা পড়ি, তখন আমরা যতটা তথ্য ধরে রাখতে পারি তার তুলনায় বেশি ভালো পড়া তৈরি হয়, যখন আমরা কিছুটা বিরতি দিয়ে পড়ি। বিজ্ঞানীরা গবেষণাগারে দুই ধরনের মানব কোশ নিয়েছিলেন, একটা স্নায়ু কলা থেকে অপরটা কিডনির কলা। ঠিক যেমনভাবে আমাদের নতুন তথ্য শেখার সময় মস্তিষ্ক কোশ নিউরোট্রান্সমিটারের প্যাটার্নের সংস্পর্শে আসে; তেমনই স্নায়ু কলা ও কিডনি কলার কোশগুলোকে গবেষকরা বিভিন্ন রাসায়নিক সংকেতে উন্মুক্ত করেন। গবেষকরা দেখেন, প্রতিক্রিয়া হিসাবে, স্নায়ু ও কিডনির কোশগুলো মস্তিষ্কের কোশের মতোই একটা “মেমরি জিন” চালু করে। এই একই জিন মস্তিষ্কের কোশগুলোও চালু করে যখন তারা তথ্যের একটা প্যাটার্ন শনাক্ত করে আর স্মৃতি গঠনের জন্য তাদের সংযোগগুলো পুনর্গঠন করে। গবেষণায় কলাদুটোকে বায়োএঞ্জিনিয়ারিং করে যে প্রোটিন তৈরি করা হয়, তা মেমরি জিন চালু থাকলে আলোর আভা ছড়ায়। যার থেকে গবেষকরা বোঝেন কখন এই জিন চালু হচ্ছে আর কখন তা বন্ধ থাকছে। দেখা যায় এই কোশগুলো, মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারের বিস্ফোরণের অনুকরণে রাসায়নিক স্পন্দনগুলো একটানা চলার পরিবর্তে যখন বিরতি দিয়ে পুনরাবৃত্তি হয়, তখন মেমরি জিন আরও জোরালোভাবে চালু করে। এই গবেষণা শেখার উন্নতি বা স্মৃতি-সম্পর্কিত সমস্যার চিকিত্সায় কাজে লাগতে পারে।