হরপ্পার সঙ্গে দ্রাবিড় যোগ!

হরপ্পার সঙ্গে দ্রাবিড় যোগ!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২১ আগষ্ট, ২০২১

হরপ্পা, মহাঞ্জোদারোর মানুষ কি দ্রাবিড়ীয় ভাষায় কথা বলতেন?
সিন্ধু সভ্যতা নিয়ে গবেষক আর ঐতিহাসিকদের কৌতুহলের শেষ নেই। এই ধরনের একটি গবেষণায় ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম এই সভ্যতার ওপর আবার একটি নতুন তথ্য সামনে এসেছে। তা হল, সিন্ধু সভ্যতার সময়ের মানুষ কথা বলতেন প্রাচীন দ্রাবিড়ীয় ভাষায়। সিন্ধু সভ্যতার এক গবেষকের দাবি, দক্ষিণ ভারতীয় রাজ্যগুলোতে যে দ্রাবিড়ীয় ভাষায় কথা বলা হয় তারই প্রাচীন রূপ ছিল সিন্ধু সভ্যতার মানুষদের ভাষায়। সিন্ধু সভ্যতার বর্তমান অস্তিত্ব খুঁজতে গিয়ে গবেষকরা অবশ্য দেখেছেন সেই সময়ে মানুষ অনেক ভাষাতেই কথা বলতেন। কিন্তু প্রাধান্য ছিল দ্রাবিড়ীয় ভাষার। পিরু নামের একটি শব্দ, তার পেছনে ছুটতে ছুটতেই গবেষকেরা পেয়েছেন এই অজানা তথ্য। সিন্ধু সভ্যতার মানুষের কাছে ‘পিরু’ ছিল আসলে একটি হাতি! সময়টা ২০০০-১৬০০ খ্রিষ্টপূর্ব। এই ‘পিরু’ শব্দের উৎপত্তি পিলু শব্দ থেকে এবং পিলু শব্দটির উৎস প্রাচীন দ্রাবিড়ীয় ভাষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + twenty =