হরেক ব্যাধিতে মুস্কিল আসান করতে পারে মাইক্রোরোবট

হরেক ব্যাধিতে মুস্কিল আসান করতে পারে মাইক্রোরোবট

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ২১ জুন, ২০২৩

‘স্মল’ পত্রিকায় প্রকাশিত এক গবেষণাপত্রে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানীরা। মাইক্রোরোবট অর্থাৎ অণু আকৃতির রোবট মানুষের রোগ সারাতে বড়ো ভূমিকা গ্রহণ করতে পারে।
কেমিক্যাল এবং বায়োলজিক্যাল প্রযুক্তির গবেষক জিন লি এই আবিষ্কারের সাথে যুক্ত ছিলেন। তাঁর ভাষায়, যদি এই খুদে রোবট শরীরের ভেতর নির্দিষ্ট কিছু কাজ করতে পারে তাহলে বিপদের ঝুঁকি ছাড়াই অস্ত্রোপচার সম্ভব। রোগীর শরীরকে বাইরে থেকে কাটাছেঁড়া না করে শ্রেফ একটা ইঞ্জেকশান বা পিলের মধ্যে দিয়ে দেহের ভিতরে এই রোবটকে প্রবেশ করাতে পারলেই হল।
জিন লি-র গবেষক দলের তৈরি করা মাইক্রোরোবট সত্যিই আণুবীক্ষণিক। চওড়ায় মাত্র ২০ মাইক্রোমিটার। মানুষের চুলের যে মাপ তার চেয়ে অনেকগুণ ছোট। প্রতি সেকেন্ডে ৩ মিলিমিটার বেগে শরীরের মধ্যে চলাফেরা করতে পারবে এই অণুরোবট।
পরীক্ষাগারে ইঁদুরের মূত্রথলিতে ডেক্সামিথাসোন নামের একটা স্টেরয়েড ওষুধের সফল প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ, মানুষের শরীরের কোণে কোণে দিব্বি কাজ করতে পারবে এই রোবট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =