হাঁপানির ওষুধে করোনার সংক্রমণ রোধ!

হাঁপানির ওষুধে করোনার সংক্রমণ রোধ!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৯ এপ্রিল, ২০২২

করোনা ভাইরাসের সংক্রমণ থামাতে কতদিন ধরে কতই না গবেষণা চলছে। কতরকমের আবিষ্কারের কথা জানা যাচ্ছে বিশ্ব জুড়ে। সম্প্রতি বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের (আইআইএসসি) গবেষকদের নতুন এক পর্যবেক্ষণের কথা খবরে এল। হাঁপানি সারাতে যে ওষুধ রোগীকে দেওয়া হয় সেই ওষুধ কোভিডে আক্রান্ত রোগীর শরীরে প্রয়োগ করলে দেখা গিয়েছে করোনার সার্স-২ ভাইরাস সংক্রামিত হতে পারছে না! ওষুধটির নাম মন্টেলুকাস্ট। খড় জ্বর, আমবাত, হাঁপানির প্রকোপ বাড়লে রোগীকে এই ওষুধটি দেওয়া হয় খাওয়ার জন্য। আইআইএসসি-র গবেষকদের পর্যবেক্ষণ, এই ওষুধটি কোভিডে আক্রান্ত রোগীর শরীরে প্রয়োগ করার পর দেখা গিয়েছে ওষুধটি সার্স-২-এর যে প্রোটিন রয়েছে, যার নাম এনএসপি-১, তাকে বোতলবন্দী করে ফেলছে। গবেষকদের বিশ্লেষণ, এনএসপি-১-ই কোভিড ভাইরাস সার্স-২-এর প্রথম প্রোটিন যা মানুষের শরীরে প্রবেশ করে এবং গবেষকদের মতে এই প্রোটিন মানুষের নিজস্ব প্রতিরোধ ক্ষমতাকে ধীরে ধীরে নষ্ট করে দিতে পারে এবং শেষপর্যন্ত সংক্রমণের রাস্তা সহজ করে। আইআইএসসি-র মলিকিউলার রিপ্রোডাকশন, ডেভেলপমেন্ট অ্যান্ড জেনেটিকসের অধ্যাপক তানবীর হুসেন জানিয়েছেন, আবার নতুনভাবে বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের দাপট যেভাবে বাড়ছে তাতেই বিজ্ঞানীদের আবার গবেষণার শুরু এবং এই পর্যবেক্ষণ। হুসেনের মতে মন্টেলুকাস্টের উপাদান নিয়ে নতুনভাবে করোনার ওষুধ তৈরি করার গবেষণা এবার করা যেতেই পারে।