হাঁপানি থেকে সমস্যা

হাঁপানি থেকে সমস্যা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১১ নভেম্বর, ২০২৪
Default Alt Text

হাঁপানি বা অ্যাজমার সমস্যা অনেকেরই থাকে। বহু মানুষ বয়স নির্বিশেষে ফুসফুসের এই দীর্ঘ রোগে ভোগেন। ধোঁয়া, দূষণ, ধুলো বা স্যাঁতস্যাঁতে জায়গায় গেলে হাঁপানির সমস্যা বেড়ে যায়। শ্বাস নিতে কষ্ট হওয়া, বুকে টান ধরা, কাশি প্রভৃতি সমস্যা দেখা যায় হাঁপানি রোগীদের মধ্যে। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষে এই রোগে আক্রান্ত। হাঁপানি আমাদের ফুসফুসকে প্রভাবিত করে। শ্বাস ছাড়ার সময় আমাদের ফুসফুস সংকুচিত হয় এবং আকারে হ্রাস পায়। কিন্তু হাঁপানিতে আক্রান্ত ব্যক্তিদের শ্বাসনালী দীর্ঘস্থায়ীভাবে স্ফীত হয়। এই প্রদাহ আমাদের শ্বাসযন্ত্র থেকে বাতাসকে বের হতে বাধা দেয়। হাঁপানি বিশ্বব্যাপী প্রায় ২৬০ মিলিয়ন মানুষকে প্রভাবিত করে। মার্কিন যুক্তরাষ্ট্রে, প্রায় ৪.৬ মিলিয়ন শিশুর হাঁপানি রয়েছে। গবেষক নিকোলাস ক্রিস্টোফার-হেইস বলেছেন সাধারণভাবে, শৈশবে আমাদের জ্ঞান দ্রুত বৃদ্ধি পায়। কিন্তু হাঁপানিতে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে এই উন্নতি ধীর হতে পারে।
এই গবেষণায় হাঁপানিতে আক্রান্ত ৯ থেকে ১০ বছর বয়সী ২,০৬২ জন শিশুর তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। হাঁপানি কীভাবে শিশুদের এপিসোডিক মেমরি এবং বৌদ্ধিক সক্ষমতাকে প্রভাবিত করতে পারে তা পরীক্ষা করা হয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া বিবিধ ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শাখা তথ্য, ও তা সঞ্চয় করা এবং পুনরুদ্ধার করার ক্ষমতাকে এপিসোডিক মেমরি বলে। এইভাবে আমরা আমাদের অভিজ্ঞতা ও আবেগ মনে রাখি, আমাদের জীবনের ঘটনা, সেখানে থাকা মানুষ, জিনিসপত্র সবকিছু। বিশ্লেষণে দেখা গেছে হাঁপানিতে আক্রান্ত নয় এমন শিশুদের তুলনায় এই রোগে আক্রান্ত শিশুদের এপিসোডিক মেমরি কম থাকে। ৪৭৩ জন শিশুকে নিয়ে একটি ছোটো পরীক্ষায়, দুবছর শিশুদের পর্যবেক্ষণ করে দেখা গেছে, যে শিশুদের আগে হাঁপানি শুরু হয়েছিল, এবং যারা এই রোগে দীর্ঘ সময় ভুক্তভোগী তাদের স্মৃতিশক্তির বিকাশের গতি ধীর ছিল। এই গবেষণার জন্য গবেষকরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ থেকে তথ্য সংগ্রহ করেছেন। শৈশবে স্মৃতিশক্তির এই ঘটতির দীর্ঘমেয়াদী পরিণতি হতে পারে। পূর্ববর্তী গবেষণায় দেখা গেছে হাঁপানি প্রবীণদের মধ্যে ডিমেনশিয়া এবং অ্যালজাইমার্স রোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তবে গবেষণায় হাঁপানির সাথে সম্পর্কিত স্মৃতির সমস্যার জন্য দায়ী প্রক্রিয়াটির মূল্যায়ন করা হয়নি। গবেষণা দল বিভিন্ন সম্ভাব্য কারণের উল্লেখ করেছে, যেমন হাঁপানি থেকে দীর্ঘস্থায়ী প্রদাহ বা হাঁপানির আক্রমণের কারণে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহে বারবার বাধা এই সমস্যার মূলে থাকতে পারে। ইঁদুর নিয়ে গবেষণায় আরও দেখা গেছে যে সাধারণ হাঁপানির ওষুধ মস্তিষ্কের হিপোক্যাম্পাসের উপর একটি পরিমাপযোগ্য প্রভাব ফেলে। মস্তিষ্কের এই অংশটি ইঁদুর এবং মানুষ উভয়ের মধ্যে এপিসোডিক স্মৃতির ক্ষেত্রে মৌলিক ভূমিকা পালন করে। সবশেষে গবেষকরা সতর্ক করেছেন শুধুমাত্র হাঁপানি নয়, ক্রনিক কিছু রোগ যেমন ডায়াবেটিস, হৃদরোগ শিশুদের বৌদ্ধিক দক্ষতা হ্রাসের ঝুঁকি বাড়াতে পারে। তাই আমাদের সেই সব কারণ অনুসন্ধান করতে হবে যা ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 20 =