হাঁসের মতো আকৃতির ডাইনোসরের জীবাশ্ম উদ্ধার

হাঁসের মতো আকৃতির ডাইনোসরের জীবাশ্ম উদ্ধার

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ১৫ ডিসেম্বর, ২০২২

মঙ্গোলিয়ায় আবিষ্কৃত একটা ডাইনোসরের জীবাশ্ম, জীবাশ্মবিদদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। ডাইনোসরের শরীরের আকৃতি দেখে তাদের মধ্যে একটা ধারণার জন্মায় যে কিছু ডাইনোসর জলজ জীবনের জন্য উপযুক্ত ছিল।
কমিউনিকেশন বায়োলজিতে পয়লা ডিসেম্বর গবেষকরা বলেন যে ন্যাটোভেনেটর পলিডোনটাস নামে পরিচিতি এক ডাইনোসরের শরীরের আকৃতি অনেকটা মাছের বা ডুবুরি পাখির মতো । ডাইনোসররা মূলত ডাঙার প্রাণী – এই প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে গবেষকরা এও বলেন যে ন্যাটোভেনেটর বা তার মতো অন্যান্য ডাইনোসররা সাঁতার কাটা শিকারী প্রাণীও হতে পারে।
দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির মেরুদণ্ডীদের নিয়ে গবেষণা করা জীবাশ্মবিদ ইউং-নাম লি বলেছেন, ন্যাটোভেনেটর সম্ভবত হাঁসের মতো ছোট ছিল এবং সাঁতারের সময় তার সামনের পা ব্যবহার করত। তিনি এও বলেন যে এই ডাইনোসর অল্প জলে থাকত এবং ছোট মাছ খেত।
লি এবং সহকর্মীরা একটা নতুন গবেষণায়, মঙ্গোলিয়ার হারমিন তসাভের জীবাশ্ম থেকে ভালোভাবে সংরক্ষিত কঙ্কাল খনন করে তা বিশ্লেষণ করেছেন। কঙ্কালটা আপার ক্রিটেসিয়াস সময়ের যা আনুমানিক ১০০ মিলিয়ন থেকে ৬৬ মিলিয়ন বছর আগের। তারা আরও বলেছেন যে ন্যাটোভেনেটরের মাথার খুলি, দাঁত, ঘাড় এবং পা উদ্ধার করা কঙ্কাল, হালসকারাপ্টরের মতো, এবং সম্ভবত দুজনের একই রকম জীবনধারা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 14 =