হাজার ছাড়ালো করোনা

হাজার ছাড়ালো করোনা

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌। ২৮ জুন
Posted on ২৮ জুন, ২০২২

আশঙ্কা ছিল, চলতি সপ্তাহে হাজারের গণ্ডি পার করবে রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার তা হাজারের কাছাকাছি পৌঁছেও গিয়েছিল। বুধবার এক লাফে তা বেড়ে পৌঁছে গেল একেবারে দেড় হাজারের কাছে। রাজ্যে প্রায় সাড়ে চার মাস পর দৈনিক আক্রান্ত হাজারের গণ্ডি পেরোল। শুধু দৈনিক আক্রান্তই নয়, দৈনিক সংক্রমণের হারেও বড় লাফ দেখা গেল বুধবার। তা ছাড়িয়ে গেল ১০ শতাংশ। শেষ বার রাজ্যে দৈনিক সংক্রমণের হার ১০ শতাংশের বেশি ছিল গত জানুয়ারি মাসে। দৈনিক সংক্রমণের সাম্প্রতিক স্ফীতি দেখে আশঙ্কিত চিকিৎসক মহল। তাদের তরফে অক্ষরে অক্ষরে কোভিডবিধি পালনের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশিই, গত ২৪ ঘণ্টায় দু’জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + sixteen =