বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৬ নভেম্বর, ২০২১
বনের পথে যেতে যেতে রাস্তা খুঁজে পাচ্ছিলনা ওরা। সংখ্যায় মোট ১১ জন। সাতজন বড়। চারটি ক্ষুদে। পথ হারিয়ে ওরা সকাল থেকে জঙ্গল ছেড়ে এসে ঘোরাঘুরি করছিল উত্তরবঙ্গের লাটাগুড়ির তেজপাতার ফার্মে। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই প্রশাসন ১৪৪ ধারা জারি করে। সকাল থেকে বিকেল পর্যন্ত উদভ্রান্তের মতো ছোটাছুটি করতে থাকে গোটা দলটি। দিনের আলো কমে আসার পরে বনকর্মীরা হাতিগুলিকে জঙ্গলে ফেরত পাঠায়। এটি গতকালের ঘটনা। বন দফতরের এক কর্তা বলেন, জঙ্গলে যে পথে হাতি উত্তরবঙ্গ, আসাম আর ভুটানের জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ায় সেই অবাধ যাতায়াতের পথ এখন অনেকটাই দখলদারদের কবলে। তাই হাতিরা নিজেদের নিজেদের আসল পথ খুঁজে পাচ্ছে না। তাই এদিকওদিক ঘুরে বেড়ানোর প্রবণতা বাড়ছে।