হাতি মৃত্যু কমাতে বৈদ্যুতিন বেড়া

হাতি মৃত্যু কমাতে বৈদ্যুতিন বেড়া

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৩ আগষ্ট, ২০২১

মানুষের আগ্রাসী মনোভাবে জঙ্গল কমছে। যে পথে হাতিরা এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যায় সেই যাত্রাপথে তৈরি হয়েছে ঘরবাড়ি, সড়ক কিংবা রেলপথ। তাতে বাড়ছে দুর্ঘটনা। মারা যাচ্ছে হাতিরা।
তাই এবার হাতির যাত্রাপথের জটিলতা কাটতে চলেছে অসমে। দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিতে বসছে বৈদ্যুতিন বেড়া। অসমের সোনিতপুর জেলার জাতীয় সড়কের একপাশে ১২কিমি লম্বা এলাকায় বৈদ্যুতিন বেড়া তৈরির কাজ সম্পূর্ণ করা হয়েছে। এই বেড়া অতিক্রম করে হাতি দুর্ঘটনার কবলে পড়বে না বা মানুষের নাগালে পাবে না। শুক্রবার বিশ্ব হাতি দিবসে অসমের মানুষকে এই বৈদ্যুতিন বেড়া উপহার দিল বন্যপ্রাণী গবেষণা সংস্থা ডব্লিউডব্লিউএফ। এই বৈদ্যুতিন বেড়ায় যে পরিমাণ বিদ্যুৎ পরিবাহিত হবে তা কখনই হাতির মৃত্যুর কারণ হবে না। শুধু বেড়া তৈরিই নয়, ডব্লিউডব্লিউএফ-য়ের তৈরি করা প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক বাহিনী নিয়মিত অসমের বনাঞ্চলে টহলদারি করে যাতে হাতি মানুষের নাগালে চলে না আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + six =