হিঙ্গলগঞ্জে বাঘ দেখলেন পর্যটকরা

হিঙ্গলগঞ্জে বাঘ দেখলেন পর্যটকরা

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ৫ আগষ্ট, ২০২২

উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জের কালীতলা এলাকায় বাঘ দেখা গেল। সুন্দরবনের এই জঙ্গলে সম্প্রতি বাঘ দেখলেন পর্যটকরা। হিঙ্গলগঞ্জ ব্লকের কালীতলা-সামশেরনগরে খুব কাছ থেকে সুন্দরবনের ম্যানগ্রোভ জঙ্গল দেখা যায়। পর্যটকদের ওই দল কালীতলা থেকে ঝিঙাখালি হয়ে সুন্দরবন থেকে ফেরার পথে সোমবার বিকেলের পড়ন্ত রোদে রয়্যাল বেঙ্গল টাইগারকে শুয়ে থাকতে দেখেন। মোবাইলে ছবিও তোলেন তারা। বনদফতর খবর পেয়ে নজরদারি শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।
আবার একইদিনে, উত্তরবঙ্গের নাগরাকাটা ব্লকের পানঝোরা বনবস্তি সংলগ্ন মূর্তি নদীতে প্রবল জলের স্রোতে দলের সঙ্গে পেরতে যাওয়া একটি বাচ্চা হাতি ভেসে গিয়েছিল। স্থানীয় বাসিন্দা আর বনদফতরের তৎপরতায় বাচ্চা হাতিটিকে উদ্ধার করেন। তাকে গরুমারা নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।