হিমাচলে পথ-কুকুরদের পাশে স্বেচ্ছাসেবী সংস্থা

হিমাচলে পথ-কুকুরদের পাশে স্বেচ্ছাসেবী সংস্থা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২ মার্চ, ২০২২

গত ডিসেম্বরে আন্তর্জাতিক সংস্থা ‘পেট কেয়ারের’ দেওয়া তথ্য জানিয়েছিল বিশ্বের অন্যতম দেশ ভারত যেখানে শুধু বন্যপ্রাণী নয়, পথপ্রাণী এবং পোষ্যরা ভীষণভাবে বিপন্ন। তাদের পরিসংখ্যান অনুযায়ী ভারতে রয়েছে ৮ কোটির বেশি পথ-কুকুর এবং বেড়াল। আর অন্যান্য দেশের মত ভারতেও ভীষণভাবে অবহেলিত পথ-কুকুররা। লকডাউনের জন্য এই পথ-কুকুরদের আরও বিপর্যস্ত হতে হয়েছে, পড়তে হয়েছে চরম খাদ্যসংকটের মধ্যে। সংকটকে আরও ভয়াবহ করে দেয় শীতকাল। তাপমাত্রা শূন্যের নীচে চলে যায়। পার্বত্য অঞ্চলের রেস্তোঁরাগুলো বন্ধ হয়ে যায়। অনাহারে মরতে চলে পথ-কুকুররা। এই অবস্থায় ধর্মশালার ধনোতু গ্রামের এক স্বচ্ছাসেবী সংস্থা পাশে দাঁড়াল পথ-কুকুরদের। প্রত্যেকদিন ৪০০ রাস্তার কুকুরকে খাবার দিচ্ছে এই স্বেচ্ছাসেবী সংস্থাটি। এখানেই শেষ নয়, হিমাচলের ৬টি জায়গায় এই স্বেচ্ছাসেবী সংস্থাটি ডগ-শেল্টার হোম গড়ে তুলেছে। সবমিলিয়ে ১২ জন মহিলা কর্মী কাজ করছেন। পথ-কুকুরদের খাবার দেওয়ার পাশাপাশি তাদের পরিচর্যার কাজও মহিলারা করছেন।