হিমালয় থেকে নামানো হবে আবর্জনা!

হিমালয় থেকে নামানো হবে আবর্জনা!

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ২২ জুলাই, ২০২২

হিমালয়ে ফেলে আসা প্লাস্টিক প্যাকেট, জলের বোতল এবং অন্যান্য আবর্জনা পাহাড় থেকে নামিয়ে আনার উদ্যোগ নিয়েছেন বাংলার একদল যুবক। জলপাইগুড়ির এই ক্লাবের নাম নেচার অ্যান্ড ট্রেকার্স। তাঁদের স্লোগান, ‘হিমালয়কে পরিষ্কার রাখুন’। এবার সেই যুবকদের অভিযান হিমাচলের ২০ হাজার ৫০ ফুট উচ্চতায় অবস্থিত দুর্গম পর্বতশৃঙ্গ ‘লেডি অফ কেলং-য়ে।’ হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি অঞ্চলে অবস্থিত এই শৃঙ্গটি অত্যন্ত দুর্গম হওয়ায় আজ পর্যন্ত মাত্র দু’বার অভিযানে যেতে পেরেছেন অভিযাত্রীরা। শৃঙ্গটি পরিষ্কারের উদ্দেশ্যে নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাবের ৯ জন পর্বতারোহী যাচ্ছেন এই অভিযানে। ক্লাবের পক্ষ থেকে এটি দশম অভিযান। এবারের অভিযানে ক্লাবের অভিজ্ঞ পর্বতারোহীরা ছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য প্রান্ত থেকে নতুন তিনজন পর্বতারোহীকে দলে নেওয়া হয়েছে। ১২ জুলাই জলপাইগুড়ি থেকে রওনা হয়েছিল দলটি। ১৬ জুলাই, শনিবার শুরু হয়েছে তাদের মূল অভিযান। দলের নেতা ভাস্কর দাস জানিয়েছেন, লেডি অফ কেলং এর এই রাস্তায় সম্পূর্ণ পায়ে হেঁটেই যেতে হয়। ওই অঞ্চলে কোনও বেস ক্যাম্পও নেই। অভিযানের সমস্ত সামগ্রী নিজেদেরই বয়ে নিয়ে যেতে হবে। ফেরার পথে রাস্তার সমস্ত নোংরা আবর্জনা তাঁরা নিজেরাই বয়ে নীচে আনবেন। প্রকৃতিকে পরিষ্কার রাখাই তাঁদের লক্ষ্য, জনিয়েছেন ভাস্করবাবু।
তবে এই অভিযানই প্রথম নয়। এর আগে দল নিয়ে সান্দাকফু গিয়েছিলেন ভাস্করবাবু। সেখানেও একই রকম সাফাই অভিযান করেছিলেন তাঁরা।