হিলিয়ামের ভাণ্ডার থাকতে পারে অন্য গ্রহেও

হিলিয়ামের ভাণ্ডার থাকতে পারে অন্য গ্রহেও

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ২৬ নভেম্বর, ২০২২

আমাদের মতো গ্রহ কি গোটা মহাবিশ্বে আছে? আমরা কি এই ব্রহ্মাণ্ডে একা? এইসব প্রশ্নের প্রসঙ্গ বারবারই এসেছে গত কয়েক শতক জুড়ে।
শিকাগো বিশ্ববিদ্যালয়য়, মিচিগান বিশ্ববিদ্যালয় আর ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একাধিক বিজ্ঞানী এবার এই ভিনগ্রহের তালিকাটা আরও কিছুটা বাড়িয়ে দিলেন – যেসব গ্রহের আবহমণ্ডলে হিলিয়ামের উপস্থিতি মিলবে। এছাড়াও, গ্রহের বিবর্তনের গতিপথ ঠিক কেমনটা ছিল সেটা বোঝার ক্ষেত্রে হয়তো এটা প্রথম ধাপ।
কিছু নির্দিষ্ট ধরনের ভিনগ্রহের (এক্সোপ্ল্যানেট) বায়ুমণ্ডলে হিলিয়াম থাকার সম্ভাবনা আছে। গবেষকদের সিমুলেশন এমনটাই বলছে। যদিও হিলিয়ামের ভাণ্ডার তৈরি হওয়ার প্রক্রিয়াটা একদিনের নয়, ধীরে ধীরে হতে পারে সেটা। এটা নিশ্চিত হলে বলা যাবে, এইসব ভিনগ্রহের আকার আয়তন নিয়ে। এক্সোপ্ল্যানেট কতটা বড়ো হতে পারে, এ নিয়ে কয়েক দশক ধরে ধাঁধা তৈরি হয়ে আছে।
নেচার অ্যাস্ট্রোনমি পত্রিকায় প্রকাশিত হল এই গবেষণাপত্র। শিকাগো বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোফিজিসিস্ট লেসলি রজার্স ছিলেন অন্যতম মুখ্য একজন গবেষক। তিনি জানালেন, কতরকমের অদ্ভুত আর চিত্তাকর্ষক ভিনগ্রহ যে ছড়িয়ে রয়েছে এই মহাকাশে তার ইয়ত্তা নেই। কিন্তু হিলিয়ামের সন্ধান পাওয়াটা একটা বড়ো পদক্ষেপ বটেই। গ্রহের সাধারণ গঠনতন্ত্র সম্পর্কে আরও পোক্ত ধারনা তৈরি হবে।