হৃদপিণ্ড নিজেকে সারাতে পারে?

হৃদপিণ্ড নিজেকে সারাতে পারে?

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৭ ডিসেম্বর, ২০২৪

প্রতি বছর প্রায় ৭ কোটি মার্কিন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হৃদযন্ত্রের অসুখে ভোগেন, যাতে বছরে ১৪% মানুষের মৃত্যু হয়। হার্ট ফেলিওরের কোনো প্রতিকার নেই, ওষুধ এর অগ্রগতি ধীর করে দিতে পারে। ট্রান্সপ্লান্ট ছাড়া, হার্ট ফেলিওরের একমাত্র চিকিৎসা হল কৃত্রিম হার্টের মাধ্যমে পাম্প প্রতিস্থাপন, যা বাম নিলয়কে সহায়তা দেয়, একে লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস বলা হয়। এই যন্ত্র হার্টকে রক্ত পাম্প করতে সাহায্য করতে পারে। ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা কলেজ অফ মেডিসিনের একদল চিকিত্সক-বিজ্ঞানী টাকসনের সার্ভার হার্ট সেন্টারে দেখেছেন, হৃদরোগীদের একটা অংশ, যাদের কৃত্রিম হৃদযন্ত্র রয়েছে, তাদের হৃৎপিণ্ডের পেশি পুনরুজ্জীবিত হয়। এতে চিকিত্সার নতুন দরজা খুলতে পারে।
আঘাতের পরে কঙ্কাল পেশির নিজেকে পুনরুজ্জীবিত করতে পারে। যেমন, ফুটবল খেলার সময় আমাদের পায়ের একটা পেশি ছিঁড়ে গেলে, বিশ্রামে থাকলে এই পেশি নিরাময় হয়ে যেতে পারে। কিন্তু হৃদপিণ্ডের একটা পেশি আহত হলে এটা আবার পুনরুজ্জীবিত হয়না। চিকিৎসাশাস্ত্রে হৃৎপেশির ক্ষয় থেকে একে পুনরুদ্ধার করার কোনো উপায় নেই। স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নেতৃত্বে মানব হৃদপিণ্ডের কলার নমুনায় নতুন কোশ উত্পন্ন হয়েছে কিনা তা ট্র্যাক করতে কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে। গবেষকরা দেখেছেন যে কৃত্রিম হার্টের রোগীদের সুস্থ হার্টের মানুষের তুলনায় ছয় গুণেরও বেশি হারে পেশি কোষ পুনর্জন্ম হয়। গবেষকরা জানিয়েছেন, এখনও অবধি এটাই সবচেয়ে শক্তিশালী প্রমাণ যে, মানুষের হৃৎপিণ্ডের পেশি কোশগুলো পুনরুজ্জীবিত হতে পারে। এতে এই ধারণা দৃঢ় হয়, যে পুনরুত্পাদনের জন্য মানুষের হৃৎপিণ্ডের একটা অন্তর্নিহিত ক্ষমতা রয়েছে।
নতুন গবেষণা এই অনুমানকে সমর্থন করে যে জন্মের পর থেকেই হৃৎপিণ্ডের পেশি যেহেতু অনবরত সঙ্কুচিত ও প্রসারিত হতে থাকে, বিশ্রাম পায় না, তাই হৃৎপিণ্ডের পুনরুজ্জীবনের ক্ষমতার বিশ্রাম না পাওয়াই প্রধান অন্তরায়। হৃদপিন্ডের পুনর্জন্মের ক্ষমতা বাড়ানোর জন্য কোশ বিভাজনের সাথে জড়িত আণবিক পথগুলো লক্ষ করা কাজ করা যেতে পারে। প্রধান গবেষক হেশাম সাদেক জানিয়েছেন, তাদের গবেষণার ফলাফল, অন্যান্য গবেষণা দলের পর্যবেক্ষণের সাথে মিলে যায় যে সংখ্যালঘু কৃত্রিম হৃদরোগীর লক্ষণ বিপরীতমুখী হওয়ার জন্য তাদের যন্ত্র সরানো যেতে পারে। তিনি আশ্চর্য হয়ে দেখেন, কৃত্রিম হার্ট কার্ডিয়াক পেশি হৃদযন্ত্রের পেশী ফুটবলের আঘাতে বিশ্রাম পাওয়া পেশির মতো সুস্থ হয়ে ওঠে। তিনি জানান, কৃত্রিম পাম্প হার্টকে বাইপাস করে মহাধমনীতে রক্ত ঠেলে দেয় যা হার্টকে বিশ্রাম দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − three =