হেলমেটের সাহায্যে হবে মস্তিস্কের স্ক্যানিং

হেলমেটের সাহায্যে হবে মস্তিস্কের স্ক্যানিং

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৩ ফেব্রুয়ারী, ২০২২

এবার হেলমেটের সহায়তায় মস্তিস্কের স্ক্যানিং হবে। আমেরিকার বস্টন বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি বিশারদরা তৈরি করেছেন এই বিশেষ ধরণের হেলমেট। প্লাস্টিক টিউবকে চার পাশ থেকে তামায় জড়িয়ে তৈরি হয়েছে এই হেলমেট। প্রযুক্তি বিশারদরা জানিয়েছেন এই হেলমেটের সহায়তায় স্ক্যানিং অনেক সহজে হবে। অনেক অল্প সময়ে এবং এমআরআই যন্ত্রের চেয়ে অনেক দ্রুত গতিতে স্ক্যানিং করা যাবে। প্রযুক্তিবিদরা আরও জানিয়েছেন, এই হেলমেটে স্ক্যানিং করতে খরচ অনেক কম হবে। উদ্ভাবনের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকা অ্যাডভান্সড মেটিরিয়ালসে। বস্টন বিশ্ববিদ্যালয়ের ফোটোনিক্স সেন্টারের অধ্যাপক শিন ঝাং ও তার সতীর্থরা তৈরি করেছেন এই হেলমেট। যার মূল দু’টি পদার্থ প্লাস্টিক ও তামা। তামা তড়িতের সুপরিবাহী।