১০৭ বছর পর উদ্ধার বিশ্বের প্রাচীনতম অনাবিষ্কৃত জাহাজ

১০৭ বছর পর উদ্ধার বিশ্বের প্রাচীনতম অনাবিষ্কৃত জাহাজ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৩ মার্চ, ২০২২

জাহাজের নাম এনডিউরেন্স। ১৯১৪ সালে অ্যান্টার্ক্টিকা অভিযানে রওনা হয়েছিল। প্রথমবার অ্যান্টার্ক্টিকা অভিযানের নেতৃত্বে ছিলেন আর্নেস্ট শেকলটন। অ্যান্টার্ক্টিকার ওয়াডেল সমুদ্রে সেই কাঠের জাহাজ বিশাল বড় বড় বরফের চাঙরের ধাক্কায় ভেঙে পড়ে। টাইটানিকেরই মত। কয়েক মাস ওয়াডেল সমুদ্রে বরফের মধ্যে আটকে থাকার পর ১৯১৫-য় সেই জাহাজের সলিলসমাধি হয়। আশ্চর্যজনকভাবে সেই অবস্থাতেও বেঁচে ফিরে গিয়েছিলেন শেকলটন।
বহুবছর ধরে সমুদ্রের নীচে অভিযান চালানো হয়েছে এনডিউরেন্সের অস্তিত্ব খুঁজে বার করার। কিন্তু পাওয়া যায়নি তাকে। বলা হচ্ছিল বিশ্বের প্রাচীনতম অনাবিষ্কৃত জাহাজ। সেই এনডিউরেন্সকে গত সপ্তাহে পাওয়া গেল। সেই ওয়াডেল সমুদ্রের নীচেই। ১০৭ বছর পর। গত ১০০ বছর ধরে সেই জাহাজ সমুদ্রের ১০ হাজার ফুট নিচে অবস্থান করছে। জাহাজকে উদ্ধার করল যে প্রত্নত্বাতিকদের দল তাদের মধ্যে অন্যতম মেনসুন বাউন্ড রোমাঞ্চিত এনডিউরেন্সের ধ্বংসাবশেষ দেখে। বলেছেন, “কাঠের পাটাতন থেকে শুরু করে অন্যান্য কাঠের যন্ত্রপাতিগুলো তাদের জায়গায় নেই, কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে যায়নি। আমার ৫০ বছরের জীবনে এত নিখুঁতভাবে তৈরি কাঠের জাহাজ দেখিনি।”