১০ কোটি বছরের পুরনো ফুল এখনও বেঁচে আছে!

১০ কোটি বছরের পুরনো ফুল এখনও বেঁচে আছে!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩ ফেব্রুয়ারী, ২০২২

বিজ্ঞানীরা এক ফুলের জীবাশ্ম খুঁজে পেলেন। তখন পৃথিবীর মালিকানা ছিল ডাইনোসরদের। জীবাশ্ম খুঁজে পাওয়ার আবিষ্কারের কথা জানা গিয়েছে নেচার প্ল্যান্টস জার্নালে। কিন্তু তার চেয়েও রোমাঞ্চকর তথ্য বিজ্ঞানীরা দিয়েছেন। দশ কোটি বছরের সেই পুরনো ফুল এখনও পাওয়া যায়! বিজ্ঞানীরা দেখেছেন দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। গ্রেট ব্রিটেন আর দক্ষিণ আফ্রিকার গবেষকরা যৌথভাবে এই গবেষণা চালিয়েছেন। জীবাশ্ম নিয়ে গবেষণা করতে গিয়ে দেখেছেন কেপ ফাইনস ফ্লোরা, যা ছিল ১০ কোটি বছরের পুরনো, গাছের আঠার মধ্যে পুরোপুরি ঢুকে ছিল। স্বাভাবিকভাবে অবিকৃত অবস্থায় সেই ফুলের জীবাশ্ম দেখতে পেয়ে মুগ্ধ এবং উচ্ছ্বসিত বিজ্ঞানীরা। মায়ানমারেও একইভাবে তৈলস্ফটিক খুঁজে পেয়েছেন উদ্ভিদ বিজ্ঞানীরা।