১৪০ বছর পর দেখা মিলল রঙিন বিশেষ এই পায়রার

১৪০ বছর পর দেখা মিলল রঙিন বিশেষ এই পায়রার

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ২১ নভেম্বর, ২০২২

আমেরিকান বার্ড কঞ্জারভেন্সির বিজ্ঞানীরা বিরল এক রঙিন পায়রার সন্ধান পেয়েছেন। গত ১৪০ বছরের বিশেষ প্রজাতির বড়ো আকারের এই পায়রার দেখা পাওয়া যায়নি বলেই মত বিজ্ঞানীদের।
পাপুয়া নিউগিনির ফার্গুসন দ্বীপে গবেষকরা ক্যামেরা লাগিয়েছিলেন নজরদারির জন্যে। কিন্তু ফলাফল সামনে যা এলো তা অত্যাশ্চর্য। কালো গলার বিরল বর্ণময় পায়রা ঝলমল করছে আলোকচিত্রে। শেষ এই প্রজাতির দেখা মিলেছিল ১৮৮২ সালে। তারপর থেকে কোনও ছবি বা ভিডিওতেই এই রঙিন পায়রার কোনও চিহ্ন দেখা যায়নি।
অভিযানের নেতৃত্বে ছিলেন আমেরিকান বার্ড কঞ্জারভেন্সির অন্তর্গত লস্ট বার্ডস প্রোগ্রামের কর্ণধার জন মিটারমেয়ার। ওনার মতে, এই আবিষ্কার ইউনিকর্ন খুঁজে পাওয়ার মতোই। একজন সংরক্ষণপন্থী হিসেবে সারা জীবন ধরেই যে স্বপ্ন দেখে এসেছি তা’ই যেন বাস্তবে রূপ নিলো।
অভিযাত্রী দলের আরেক মুখ্য সদস্য হলেন জর্ডন বোয়েরস্মা। উনি কর্নেল বিশ্ববিদ্যালয়ের একজন পোস্টডক্টরেট গবেষক। উনি বলছেন, ভিডিওতে দেখা যাচ্ছে ক্যামেরার একদম সামনে দিয়ে হেঁটে যাচ্ছে পাখিটা। বোয়েরস্মা আরও যোগ করলেন, ক্যামেরা লাগানোর সময় এক শতাংশ সুযোগ বা সম্ভাবনা ছিল না যে রঙিন পায়রার দেখা মিলবে।