১৫ লক্ষ কিলোমিটার দূর থেকে ছবি

১৫ লক্ষ কিলোমিটার দূর থেকে ছবি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৮ জানুয়ারী, ২০২২

ল্যাগ্রাঞ্জ পয়েন্ট মহাকাশের এমনই একটি পয়েন্ট যেখানে কোনও বস্তুকে রাখলে তা নড়াচড়া করতে পারে না। দুটি বড় ভরের মাধ্যাকর্ষণ শক্তি কেন্দ্রাভিমুখী বলের সমান হয়ে যায় এই পয়েন্টে। এখানে স্পেসক্রাফ্টগুলি স্থির থাকতে পারে খুব সামান্য জ্বালানি শক্তিতে। জেমস ওয়েব টেলিস্কোপ পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরের গন্তব্যে পৌঁছে যাওয়ার পর একটি ছবি (JWST Images) পাঠিয়েছে। ছবিটি তুলেছে রোমের দ্য ভার্চুয়াল টেলিস্কোপ প্রজেক্ট ২.০। সিঙ্গেল ৩০০ সেকেন্ড এক্সপোজ়ারে ছবিটি তোলা হয়েছে। সেটি আনফিল্টার্ড, রিমোটলি সংগ্রহ করা হয়েছে একটি রোবটিক ইউনিটের মাধ্যমে। ছবিটি রিলিজ় করার সময় এই প্রজেক্ট টিমের তরফ থেকে বলা হচ্ছে, “আমাদের রোবোটিক টেলিস্কোপ, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের আপাত গতি ট্র্যাক করেছে, যা কেন্দ্রে একটি তীর দ্বারা চিহ্নিত করা হয়েছে।