১৮ নভেম্বরের রাতে আংশিক চন্দ্রগ্রহণ

১৮ নভেম্বরের রাতে আংশিক চন্দ্রগ্রহণ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৯ নভেম্বর, ২০২১

ভেনাস, বৃহস্পতি আর শনির মধ্যে চাঁদের ঢুকে পড়া সুর্যাস্তের পর। কিন্তু ওই তিনটে গ্রহ তো আমরা খালি চোখে দেখতে পাই না। পরিবর্তে ১৮ নভেম্বরের সারা রাত ধরে আমাদের জন্য চাঁদের উপহার আংশিক চন্দ্রগ্রহণ। নাসার তরফে জানানো হয়েছে আকাশ পরিষ্কার থাকলে আংশিক চন্দ্রগ্রহণটি কয়েক ঘন্টা দেখা যাওয়ার কথা পৃথিবীর প্রায় সর্বত্র থেকে। জ্যোর্তিবিজ্ঞানীরা জানাচ্ছেন এটাই ২০২১-এর শেষ চন্দ্রগ্রহণ। অনেকক্ষণ দেখা যাওয়া শেষ চন্দ্রগ্রহণ হয়েছিল ২০১৮-র ২৭ জুলাই, প্রায় ১ ঘন্টা ৪২ মিনিট। উত্তর ভারতের মানুষ এই আংশিক চন্দ্রগ্রহণের শেষ পর্বটা দেখতে পাবেন। অরুণাচল, অসম এবং তাদের প্রতিবেশী রাজ্যগুলিতেও আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাওয়ার কথা।