১৯ ইঞ্চি কান নিয়ে জন্মে রেকর্ড ছাগলের!

১৯ ইঞ্চি কান নিয়ে জন্মে রেকর্ড ছাগলের!

বিজ্ঞানভাষ সংবাদদাতা। ২৭ জুন
Posted on ২৭ জুন, ২০২২

ছাগলের নাম সিম্বা। বাসস্থান পাকিস্তানের সিন্ধু প্রদেশ। সেখানে মহম্মদ হাসান নারেজোর বাড়িতে জন্মেছিল সিম্বা কয়েক মাস আগে। জন্মেই সে নায়ক! তাকে দেখার জন্য নারেজোর বাড়িতে বর্তমানে ভিড় সাম্লানো দায় হয়ে উঠেছে। কারণ তার কান। ১৯ ইঞ্চি লম্বা কান নিয়ে সে জন্মেছে। জানা গিয়েছে খুব শীঘ্রই গিনেস বুক ওয়ার্ল্ডে তার নাম উঠবে।
সিম্বা নুবিয়ান জাতের ছাগল। পাকিস্তান জুড়ে এই জাতের ছাগলের খামার প্রায় প্রত্যেক ঘরে। পুষ্টির জন্য। এদের দুধের দাম অনেক। এছাড়াও নুবিয়ান ছাগলের দুধ থেকে তৈরি ক্রিম, মাখন, আইসক্রিম জনপ্রিয় পাকিস্তানে। তবে সিন্ধ প্রদেশের নুবিয়ান ছাগলদের কান সাধারণত লম্বাই হয়। পাকিস্তানের ওই এলাকা অতি উষ্ণাঞ্চলের মধ্যে পড়ে। গ্রীষ্মকালে এলাকার গড় তাপমাত্রা উঠে যায় ৪৭ ডিগ্রি সেলসিয়াস! তাই লম্বা কানের সহায়তায় বিশেষরকমের শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে নুবিয়ান ছাগল শরীর ঠাণ্ডা রাখে, জানিয়েছেন প্রাণী বিজ্ঞানীরা। পৃথিবীতে এত লম্বা কানের ছাগল দ্বিতীয়টি নেই বলেই জানা গিয়েছে। জিনের সমস্যার কারণেই এই কাণ্ড ঘটেছে। অতএব, সিম্বার মালিকের আশা, খুব শিগগির তার প্রিয় পোষ্যের নাম উঠবে গিনেস ওয়ার্ল্ড বুকে। পাকিস্তানে সিন্ধ প্রদেশে সবচেয়ে বেশি মেলে কামোরি প্রজাতির ছাগল। পাশাপাশি নুবিয়ান জাতের ছাগলও প্রতিপালিত হয় এখানে। উল্লেখ্য, পাকিস্তান বিশ্বের তৃতীয় বৃহত্তম ছাগল উৎপাদনকারী দেশ।