২০২৭ সালের আগেই তাপমাত্রায় লাফ

২০২৭ সালের আগেই তাপমাত্রায় লাফ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৩ মে, ২০২৩

প্যারিস পরিবেশ চুক্তির একটা মুখ্য ভবিষ্যতবাণী ছিল ১.৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি। শুধু আমজনতা নয়, বিজ্ঞানীমহলেরও অনেকেই ভেবেছিলেন সেই দিন আসতে অনেক বছর বাকি, অন্তত দু-তিন দশক তো বটেই। কিন্তু সেই স্বস্তি কেবলই মিথ্যে কল্পনা। কিন্তু শক্তিশালী এল নিনো আর গ্রিনহাউস গ্যাসের দূষণের মাত্রা এতটাই বেশি যে ওয়ার্ল্ড মেটেওরোলজিকাল অর্গানাইজেশন বলছে, উষ্ণতার চৌকাঠ পেরবে আগামী কয়েক বছরের মধ্যেই।
বিশ্বের আবহাওয়া আর জলবায়ুর এই তদারক সংস্থা বলছে, ২০২৭ সালের মধ্যেই ১.৫ ডিগ্রি সেলসিয়াসের গাঁট পার করার সম্ভাবনা শতকরা ৬৬ ভাগ। ২০২৩-২০২৭ এই পাঁচটা বছর সভ্যতার ইতিহাসে সবচেয়ে গরম পাঁচটা বছর হতে চলেছে। এর মধ্যে কোনও একটা বছর হবে উষ্ণতম।
সম্প্রতি ওয়ার্ল্ড মেটেওরোলজিকাল অর্গানাইজেশনের তরফ থেকে একটা আপডেট এসেছে। তাতেই শিরোনামে রয়েছে এই তাপমাত্রা বৃদ্ধির প্রসঙ্গটা। ২০২৭ সালের পর যে গড় তাপমাত্রা আবার কমে যাবে এমনটা নয়। বরং এই গরমের সাথেই মানিয়ে নিতে হবে বিশ্ববাসীকে। উষ্ণতা বৃদ্ধির ধারা ২০৩০ সালের পরেও অব্যহত থাকবে। এ নিয়ে একপ্রকার নিশ্চিত বিজ্ঞানীরা।