২০৩১-এ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সমুদ্রে ভেঙে পড়বে

২০৩১-এ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সমুদ্রে ভেঙে পড়বে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৫ ফেব্রুয়ারী, ২০২২

নাসা জানিয়ে দিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ২০৩০ পর্যন্ত মহাকাশে কাজ করবে। ২০৩১-এ পয়েন্ট নেমো সমুদ্রে মহাকাশ স্টেশনের সলিল সমাধি করানো হবে। পয়েন্ট নেমো পৃথিবীর এক মহাসাগরের অংশ। পৃথিবীর স্তলভাগ তার ধরাছোঁয়ার বাইরে। অঞ্চলটিকে বলা হয় মহাকাশযানের কবরখানা। ২০০১-এ রুশ মহাকাশযান সহ বহু মহাকাশযানকে পয়েন্ট নেমোতে নামানো হয়েছে। ২০৩১-এর পর মহাকাশের খোঁজখবর কারা রাখবে? নাসা জানিয়েছে, এই সংক্রান্ত সমস্ত বিষয়ে নেতৃত্ব দেবে পৃথিবীর বিভিন্ন দেশের বাণিজ্যিক মহল! নাসার এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণ করছে ১৯৯৮ থেকে। এখনও পর্যন্ত এই মাইক্রোগ্র্যাভিটি গবেষণাগারে মহাকাশ সংক্রান্ত মোট ৩ হাজার গবেষণা হয়েছে।