২৬ দিন মহাকাশে কাটিয়ে প্রশান্ত মহাসাগরে ডুবল ওরিয়ন

২৬ দিন মহাকাশে কাটিয়ে প্রশান্ত মহাসাগরে ডুবল ওরিয়ন

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ১৩ ডিসেম্বর, ২০২২

আর্টেমিসের গোটা জোগাড়যন্তর গত রবিবারেই পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেছে। স্থানীয় সময়ে বিকেলের দিকে। নাসার কর্মী আর মার্কিন নৌসেনা গোটা মহাকাশযান উদ্ধার করল।
এই অভিযানের পর আরও গুরুত্বের কাজ আর্টেমিসের কাঁধে রয়েছে। মহাকাশচারীদের বয়ে নিয়ে যাওয়া। তার আগে নাসার হয়ে অনেকগুলো মাইলফলক স্পর্শ করেছে আর্টেমিস।
যে স্পেস লঞ্চ সিস্টেমের উপর ওরিয়নকে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল, সেটা সবচেয়ে শক্তিশালী রকেট। কেনেডি স্পেস সেন্টার থেকে উড়ানের সময় চার মিলিয়ন কেজি ঘাতবল (রকেট উৎক্ষেপণের সময় মাটিতে যে চাপ পড়ে) তৈরি করেছিল রকেট।
ওরিয়ন পৃথিবী থেকে ৪৩৪০০০ কিলোমিটার দূর অবধি গিয়েছিল। মহাকাশচারীদের জন্য নির্মিত কোনও রকেট এতদিন এতদূর পথ অতিক্রম করেনি।
নাসার এক্সপ্লোরেশন সিস্টেমস ডেভেলপমেন্ট মিশনের সহকারী প্রধান জিম ফ্রি বলছেন, ওরিয়ন নিরাপদেই ফিরে এসেছে। পরের অভিযানে মানুষকে চাঁদে পাঠানোর জন্য প্রস্তুতি কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে।