৩০০ প্রজাতির গাছ পালন করে দৃষ্টান্ত হলদিয়ার বাঙালির

৩০০ প্রজাতির গাছ পালন করে দৃষ্টান্ত হলদিয়ার বাঙালির

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২১ মার্চ, ২০২২

হলদিয়ার সুতাহাটার বাসিন্দা তাপস কুমার জানা। ৩০০ রকমের গাছের প্রজাতির লালন পালন করে পরিবেশ রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করছেন গত ৩০ বছর ধরে। শুধু নিজের বাড়িতে নয়, তার এলাকার প্রচুর বাসিন্দাকেও তিনি এনে দিয়েছেন বিরল প্রজাতির উদ্ভিদ এবং গাছের চারা। দেড় ফুট উচ্চতার ২৫ বছরের বট গাছ, ২৩ বছরের পাকুড়, ২২ বছরের বকুল গাছ তার বাগানের অন্যতম সম্পদ। এছাড়াও তার বাগানে রয়েছে ফুল, ফল, বনসাই, পাতাবাহার, ক্যাকটাস, অর্কিডের সমাহার। বিভিন্ন ধরণের গোলাপ, জবা, ডালিয়া, চন্দ্রমল্লিকার সঙ্গে দারচিনি, অলস্পাইস গাছও রয়েছে তার বাগানে। আর গাছ আছে বলেই ছাতার, হাঁড়িচাচার মত বিভিন্নরকমের পাখি তার বাগানে নিয়মিত আসে। এভাবেই তাপসবাবু রক্ষা করছেন পরিবেশ এবং বাস্তুতন্ত্র।