৩০ জুনের পর বিলুপ্ত হবে ‘সিঙ্গল-ইউজ’ প্লাস্টিক!

৩০ জুনের পর বিলুপ্ত হবে ‘সিঙ্গল-ইউজ’ প্লাস্টিক!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৩ জুন, ২০২২

সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের (সিপিসিবি) নবতম উদ্যোগ। ৩০ জুনের পর মানে, ১ জুলাই থেকে ভারতে ‘সিঙ্গল-ইউজ’ প্লাস্টিক বিলুপ্ত করে দেওয়া হবে! ২০২১-এ অগস্টে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট সংক্রান্ত সংশোধিত আইন এবার প্রয়োগ করতে চলেছে সিপিসিবি। যে আইনে নিষেধাজ্ঞা তৈরি করা হয়েছে প্লাস্টিক উৎপাদন, প্লাস্টিক-জাত দ্রব্য কেনা, মজুত করা, সরবরাহ করা, বাজারে বিক্রি করা এবং সর্বোপরি প্লাস্টিক ব্যবহারের ওপর। সিপিসিবি জানিয়েও দিয়েছে প্লাস্টিকের জিনিসগুলোর মধ্যে আপাতত কী কী অন্তর্ভূক্ত। প্লাস্টিকের স্টিক, প্লাস্টিকের ব্যাগ, বেলুন, প্লাস্টিকের ফ্ল্যাগ, ক্যান্ডি স্টিক, প্লেট, কাপ, গ্লাস চামচে, প্লাস্টিকের ছুরি, আমন্ত্রণ-পত্র এমনকী সিগারেটের প্যাকেটও ‘সিঙ্গল-ইউজ’ প্লাস্টিকে তৈরি করা যাবে না।
সিপিসিবি জানিয়েছে, জাতীয়, রাজ্য ও স্থানীয় পর্যায়েও সমস্ত স্তরের প্রশাসনকে নির্দেশাবলী পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজ্য পলিউশন কন্ট্রোল বোর্ডকেও নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়ে কড়া হতে। সিপিসিবি-র অন্যতম সদস্য ও সচিব প্রকাশ গর্গভ বলেছেন, “এমনকী, প্লাস্টিকের কাঁচামাল সরবরাহকারীদের লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়েছে প্লাস্টিক উৎপাদনকারীদের কাঁচামাল সরবরাহ না করার জন্য। আমরা জানি, প্লাস্টিক শিল্পের সঙ্গে অসংখ্য মানুষের জীবিকা জড়িয়ে রয়েছে। তাই কারখানা বা যে সংস্থাগুলি প্লাস্টিকের দ্রব্য তৈরি করে তাদেরও লিখিত নির্দেশ দেওয়া হয়েছে, তারা অন্য কোনও ব্যবসা শুরু করতে পারে। না হলে তাদের লাইসেন্স বাজেয়াপ্ত করা হবে।” তবে এর পরেও সিপিসিবি-র সন্দেহ রয়েছে, দূর্নীতিতে ভরে যাওয়া প্রশাসনের হাত থেকে দেশকে পুরোপুরি প্লস্টিক-মুক্ত করতে পারা নিয়ে!