৪০ বছর পর চাঁদের পাথর বিশ্লেষণে নাসা!

৪০ বছর পর চাঁদের পাথর বিশ্লেষণে নাসা!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৪ মার্চ, ২০২২

অভিযানের নাম ছিল অ্যাপোলো মিশন। চাঁদে গিয়েছিলেন মহাকাশচারীরা সেই অভিযানে। সালটা ছিল ১৯৭২। সেই অভিযানে চাঁদ থেকে নাসার মহাকাশচারীরা সংগ্রহ করেছিলেন ২১৯৬টি পাথর। তার ৪০ বছর পর, এই ২০২২-এ সেই অভিযানে সংগ্রহ করা শেষ পাথরটি বিশ্লেষণে উদ্যোগী হল নাসা! এখনও পাথর টিউবের মধ্যে ভরে সিল করা রাখা আছে। নাসার প্ল্যানেটরি সায়েন্স ডিভিশনের ডিরেক্টর লোরি গ্লেজ জানিয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তির বিবর্তন হবে। আধুনিক থেকে অত্যাধুনিক পর্যায়ে পৌঁছবে বিজ্ঞান ও প্রযুক্তি। তখন বিজ্ঞানীদের গবেষণা ও বিশ্লেষণ করতেও সুবিধে হবে। সেই কারণে অনেক পাথর এখনও সিল থেকে বার করা হয়নি। যে টিউবটি খোলা হয়েছে সেটি ৩৫ সেন্টিমিটার দীর্ঘ এবং ৪ সেন্টিমিটার চওড়া। বিজ্ঞানীরা মনে করছেন এই পাথরটি বিশ্লেষণ করলে জল, কার্বন-ডাই-অক্সাইডের সন্ধান পাওয়া যেতে পারে। পাথরটির মধ্যে থেকে গ্যাস বার করা প্রথম কাজ হবে বিজ্ঞানীদের। পাথরটি ভূমিধ্বসে চাঁদের পৃষ্ঠে পড়েছিল। গবেষকরা জানিয়েছেন, চাঁদে কখনও বৃষ্টি হয়েছিল বলে তাদের জানা নেই। তাহলে ধ্বস কীভাবে হয়েছিল সেই সম্পর্কে এই পাথর বিশ্লেষণ করলে তারা জানতে পারবেন।