৯২ বছর পর পর্তুগাল জুড়ে শুধু খরা!

৯২ বছর পর পর্তুগাল জুড়ে শুধু খরা!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১২ জুন, ২০২২

৯২ বছর পর প্রায় পুরো পর্তুগাল আক্রান্ত খরার কবলে! মে মাসে পর্তুগালের তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি, ১৯ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে একটু বেশি। একইসময়ে, মে মাসে দেশে বৃষ্টির পরিমাণ ছিল ৯ মিলিমিটারের চেয়েও কম। এই দুইয়ের ধাক্কায় দেশের ৯৭ শতাংশ চলে গিয়েছে খরার কবলে। দেশের আবহাওয়াবিদরা বলেছেন, এরকম খরা তারা সম্প্রতি দেখেননি। তাদের উদ্বেগ, বিশ্ব উষ্ণায়নের প্রতিফলনেই এই প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হচ্ছে দেশের মানুষকে।