দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ ক্ষতি করছে সামুদ্রিক বাস্তুতন্ত্রের

দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ ক্ষতি করছে সামুদ্রিক বাস্তুতন্ত্রের

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ২২ জানুয়ারী, ২০২৩

ভি-১৩০২ জন মান। জার্মানির মাছ ধরা ট্রলার হিসেবে কাজ শুরু করলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেটাকে নজরদারি চালানোর কাজে ব্যবহার করা হয়েছিল। বেলজিয়ামের সমুদ্রসৈকতের কাছে ১৯৪২ সালে ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্সের তৎপরতায় ঐ জাহাজ ডুবে যায়। অভিযানের নাম ছিল চ্যানেল ড্যাশ অপারেশান।
সম্প্রতি বেলজিয়াম সংলগ্ন উত্তর সাগরে গবেষণার চালিয়ে বিজ্ঞানীরা বুঝতে পারছেন ঐ জাহাজের ধ্বংসাবশেষ থেকে দূষণ ছড়াচ্ছে। জাহাজডুবির ৮০ বছর পরেও আশেপাশের ভূরাসায়নিক পরিবেশে সামুদ্রিক জীবগোষ্ঠীর জীবনচক্রে ভয়াবহ প্রভাব সৃষ্টি হচ্ছে।
শুধুমাত্র উত্তর সাগরেই এমন আরও অনেক পরিত্যক্ত যুদ্ধজাহাজ জলের নীচে বহুকাল ধরে পড়ে রয়েছে। বেলজিয়ামের ঘেন্ট বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞানী জোসেফিন ভ্যান ল্যান্ডুট বলছেন, বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক এখনও নিঃসৃত হচ্ছে ঐ সব পুরনো জাহাজ থেকে। কিন্তু অণুজীবের জীবনে ঠিক কোন ধরণের প্রভাব পড়ছে সেটা আগে কোনও গবেষণায় উঠে আসেনি।
প্রোফেসর ল্যান্ডুট বলছেন, সামুদ্রিক বাস্তুতন্ত্রে কেবল ক্ষতি নয়, সামগ্রিক পরিবেশকে আমূল বদলে দিয়েছে এইসব ডুবে যাওয়া বাতিল যুদ্ধজাহাজ।
ফ্রন্টিয়ার্স ইন মেরিন সায়েন্স পত্রিকায় প্রকাশিত হয়েছে গবেষণাপত্রটা।