চিলিতে পাওয়া গেছে ডাইনোসরের জীবাশ্ম

চিলিতে পাওয়া গেছে ডাইনোসরের জীবাশ্ম

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ২২ জানুয়ারী, ২০২৩

বিগত দশকে গবেষণায় দেখা গেছে চিলির প্যাটাগোনিয়ার একটা উপত্যকায় অনেক জীবাশ্ম সঞ্চিত রয়েছে। বিজ্ঞানীরা মেগারাপ্টর সহ চার প্রজাতির ডাইনোসরের দেহাবশেষ সেখানে খুঁজে পেয়েছেন। খবরটা ১১ই জানুয়ারি একদল বিদেশী গবেষক প্রকাশ করেছেন।
জীবাশ্মগুলো আর্জেন্টিনার সীমান্তের কাছে দক্ষিণ চিলির লাস চিনাস উপত্যকার সেরো গুইডোতে পাওয়া গিয়েছিল এবং ২০২১ সালে সেগুলো পরীক্ষাগারে নিয়ে যাওয়া হয়েছিল৷ গবেষকরা এই উপত্যকায় এমন কয়েকটা জীবাশ্ম পেয়েছিলেন যা ডাইনোসরের প্রজাতির অন্তর্গত এবং আগে এই অঞ্চলে তাদের সনাক্ত করা যায়নি৷
চিলির অ্যান্টার্কটিক ইনস্টিটিউট (Inach) এর পরিচালক মার্সেলো লেপ্পে বলেন যে লাস চিনাস উপত্যকায় নতুন কোনো জীবাশ্ম খুঁজে পাওয়া সর্বদাই উত্তেজনাপূর্ণ। চিলি বিশ্ববিদ্যালয় এবং টেক্সাস বিশ্ববিদ্যালয় এই অভিযানে ইনাচ –কে সহযোগিতা করেছিল। তারা থেরোপড গোত্রের অন্তর্গত মেগারাপ্টর সহ চার প্রজাতির ডাইনোসরের দাঁত এবং পোস্টক্র্যানিয়াল হাড়ের অংশবিশেষ সনাক্ত করেছিল ।