বৃহস্পতিকে ঢেকে দিচ্ছে মঙ্গলের উপগ্রহ

বৃহস্পতিকে ঢেকে দিচ্ছে মঙ্গলের উপগ্রহ

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ২৬ জানুয়ারী, ২০২৩

পৃথিবীর পারে ঐ নীল আকাশ – সেই আকাশ ছাড়িয়ে মহাকাশে প্রতিদিন প্রতি মুহূর্তে কতও কি ঘটে যাচ্ছে আমাদেরই সৌরজগতে। কখনও বা আমরা বা আমাদের তৈরি করা যন্ত্র একেবারে ঠিক জায়গায় থেকে ঠিক জিনিসটা দেখে ফেলে। নতুন ধারণার জন্ম হয় একমাত্র তখনই।
ইউরোপিয়ান স্পেস এজেন্সি বহুদিন আগেই মঙ্গলের চারিদিকে চক্কর কাটতে পাঠিয়েছে মার্স এক্সপ্রেস প্রোবকে। সম্প্রতি ঐ মহাকাশযান একটা অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকল। মঙ্গলের উপগ্রহ ডেমিওস গ্রহণ তৈরি করল বৃহস্পতিকে ঢেকে দিয়ে। যদিও মঙ্গল আর বৃহস্পতি গ্রহের দূরত্ব ৭৪৫ মিলিয়ন কিলোমিটার কিন্তু উপগ্রহসহ তাদেরকে খুব কম সময়ের জন্যেই সুখী পরিবারের মতো দেখতে লাগে।
ডেমিওস আর বৃহস্পতির এই রকম বিরল অবস্থান ক্যামেরাবন্দী করার পর ৮০টা আলোকচিত্র জুড়ে একটা ভিডিও বানিয়েছে ইউরোপের মহাকাশ গবেষণা সংস্থাটা। সংস্থার এক বিজ্ঞানী বলছেন, বৃহস্পতির উপগ্রহেরা ঠিক যে সমতলে থেকে গ্রহটাকে প্রদক্ষিণ করছে, ঠিক সেই তলেই থাকতে হত ডেমিওসকে। তবেই এমন পরিস্থিতি সম্ভব যেখানে ডেমিওসের অবস্থান বৃহস্পতির গ্রহণ তৈরি করতে পারে।