বিগত ১৬০ বছর ধরে আমাদের শরীরের তাপমাত্রা হ্রাস পাচ্ছে

বিগত ১৬০ বছর ধরে আমাদের শরীরের তাপমাত্রা হ্রাস পাচ্ছে

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ৩ ফেব্রুয়ারী, ২০২৩

উনিশ শতকের মাঝামাঝি থেকেই দেখা গেছে মানবদেহের গড় তাপমাত্রা ক্রমাগত হ্রাস পাচ্ছে। কিন্তু এর কারণ সম্বন্ধে বিজ্ঞানীরা অবগত ছিলেন না। সাম্প্রতিককালে নতুন একটা গবেষণায় দেখা গেছে যে সম্ভবত অন্ত্রে বসবাসকারী জীবাণু এই তাপমাত্রা হ্রাসের অন্যতম মূল কারণ হতে পারে।
সাধারণত মানুষের শরীরে ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গাল সংক্রমণের কারণে সেপসিস রোগ হতে পারে। এই সংক্রমণ অন্ত্রে, ফুসফুসে, মূত্রনালীতে এবং ত্বকে হয়ে থাকে। মিশিগান বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজিস্ট এবং ইমিউনোলজিস্ট রবার্ট ডিকসনের মতে সেপসিসে রোগীর দেহের তাপমাত্রার ওঠানামা গুরুত্বপূর্ণ, কারণ এই তাপমাত্রাই ঠিক করে দেয় কে বেঁচে থাকবে বা কে মারা যাবে। কিন্তু এই রোগে তাপমাত্রার বৈচিত্রের কারণ এবং কীভাবে তা নিয়ন্ত্রণ করা যায় তা আজও গবেষকদের কাছে অজানা। গবেষণায় সেপসিস আক্রান্ত ১১৬ জনের অন্ত্র থেকে নেওয়া ব্যাকটেরিয়া নমুনা গবেষকরা অধ্যয়ন করেছেন। সেপসিস রোগীদের নিয়ে এই গবেষণা খানিকটা সুচিন্তিতভাবে স্থির করা; কারণ এই রোগে আক্রান্ত হওয়া থেকে সুস্থ হওয়া পর্যন্ত প্রায়শই শরীরের তাপমাত্রা বিভিন্নভাবে ওঠানামা করতে পারে। সেইসঙ্গে গবেষকরা ইঁদুরের উপর পরীক্ষানিরীক্ষাও করেছেন। তারা দেখেছেন যে অন্ত্রের ব্যাকটেরিয়া এবং মানবদেহে তাপমাত্রার পরিবর্তন ও স্বাস্থ্যের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। তাদের মতে মানব দেহে অণুজীবের এক বিস্তৃত বৈচিত্র রয়েছে – এবং এই বৈচিত্রই রোগীর দেহে তাপমাত্রার গতিপথ পরিবর্তনের সাথে সম্পর্কযুক্ত।