দক্ষিণ অস্ট্রেলিয়ার ফিরে আসছে কোয়ালা

দক্ষিণ অস্ট্রেলিয়ার ফিরে আসছে কোয়ালা

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ১২ ফেব্রুয়ারী, ২০২৩

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশের নিউ সাউথ ওয়েলসে কোয়ালাকে একটা বিপন্ন প্রজাতি বলে মনে করা হত। কিন্তু দক্ষিণ অস্ট্রেলিয়া আর ভিক্টোরিয়া প্রদেশে সংখ্যাবৃদ্ধি ঘটেছে কোয়ালাদের। ক্যাঙ্গারু আইল্যান্ড আর মাউন্ট লোফটি অঞ্চলেও ফিরে এসে এই স্তন্যপায়ী প্রজাতি।
ফ্লিন্ডার্স বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড্যানিয়েল ক্লোড জানিয়েছেন, বেলায়ার জাতীয় উদ্যানে প্রতি হেক্টরে ১৪টা করে কোয়ালা বসবাস করছে সম্প্রতি। যা একটা রেকর্ড। ঐ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দক্ষিণ অস্ট্রেলিয়ার কোয়ালাদের সাম্প্রতিক সংখ্যাধিক্য নিয়ে গবেষণা চালাচ্ছেন। পূর্ব উপকূলের যে অঞ্চল শেষ কয়েকটা দাবানলে ভস্মীভূত হয়ে গেছে, সেখানে কোয়ালাদের ফিরিয়ে আনা কীভাবে যায় সেটাই ওনাদের লক্ষ্য।
২০২২ সালের ২৭শে অক্টোবর, মানে আজ অস্ত্রেলিয়ায় অনুষ্ঠিত হবে দ্য কোয়ালা কনফারেন্স। গবেষক, পরিবেশবান্ধব গোষ্ঠী আর ইচ্ছুক নাগরিকদের নিয়ে এই অভিনব সম্মেলন। বন্য কোয়ালাদের অস্তিত্ব রক্ষার্থে এই পদক্ষেপ। পূর্ব অস্ট্রেলিয়ায় এই প্রজাতি গভীর সংকটের মুখে। এই অঞ্চলে তাদের ফিরিয়ে আনতে বদ্ধপরিকর মানুষজনকে নিয়েই আজকের এই বিশেষ সমাবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + ten =