সুমেরুর খারাপ অবস্থার দরুন বিপদে জনজীবন

সুমেরুর খারাপ অবস্থার দরুন বিপদে জনজীবন

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

উত্তর মেরুতে উষ্ণায়নে শুধু মেরু ভল্লুক নয়, গোটা অঞ্চল জুড়ে মানুষের জীবন জীবিকায় নেমে এসেছে দুর্যোগের ঘনঘটা। আলাস্কার বেরিং উপসাগরীয় এলাকার অধিবাসীদের রোজকার জীবনের এক পাল্টে যাওয়া ছবি তুলে ধরেছে অ্যামেরিকার ন্যাশানাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশান।
কী বলা হয়েছে সেই প্রতিবেদনে? মাছ ধরার সুযোগ কমে যাচ্ছে দিনের পর দিন; ভেঙে পড়ছে উপকূলের বাড়িঘর; হারিয়ে যাচ্ছে বরফের ভেতর দিয়ে দীর্ঘকালের পুরনো রাস্তা… ইত্যাদি। বাসিন্দাদের কেউ কেউ বলছেন, প্রলয়ের দিন আসবে আসবে করে বোধ হয় এসেই গেল।
আরেকটা সমস্যা এই যে ঘন শক্ত বরফের পরিমাণ দিনে দিনে কমছে। ডার্টমাউথ কলেজের ডোনাল্ড পেরোভিচ বলছেন, বদলে এসেছে সাগরে ভাসতে থাকা পাতলা আর হালকা বরফ যা অতি সহজেই গলে যায়। এইরকম ভঙ্গুর বরফ খুবই বিপদজনক। এর সাথে সাথেই ঐ এলাকায় বড়ো জন্তু শিকারের সংখ্যাও কমে গেছে যা সরাসরি অধিবাসীদের আর্থিক জীবনকে ব্যাহত করছে।
পাকাপাকিভাবে তুষারাবৃত মাটির স্তর বা পার্মফ্রস্টও গলতে শুরু করেছে বহুদিন। ফলে বরফের পাতলা স্তরের নীচে বিপজ্জনক গর্ত হামেশাই তৈরি হচ্ছে। ওগুলো মৃত্যুফাঁদ।