ইঁদুরের ফুসফুসের নিউমোনিয়া সারালো ছোট্ট রোবট

ইঁদুরের ফুসফুসের নিউমোনিয়া সারালো ছোট্ট রোবট

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

একঝাঁক খুদে খুদে রোবট। ইঁদুরের ফুসফুসে ঢুকে নিউমোনিয়ার জীবাণু পরিষ্কার করানো হল তাদের দিয়ে। বিজ্ঞানীদের পরবর্তী লক্ষ্য একই পদ্ধতিতে মানুষের রোগ সারানো।
ছত্রাকের কোষ দিয়ে তৈরি এই অণুরোবটের গায়ে আছে অ্যান্টিবায়োটিকের সূক্ষ্ম আস্তরণ। ফুসফুসের ভেতর মসৃণভাবে প্রবেশ করতে সাহায্য করেছে ছত্রাক কোষের পিচ্ছিলভাব। তাতেই ইঁদুরের ক্ষেত্রে সফলভাবে জীবাণু নষ্ট করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। যদিও ওনারা স্পষ্টতই জানাচ্ছেন, একেবারে প্রাথমিক স্তরে প্রায়োগিক গবেষণা, তবে যথেষ্ট আশা আছে।
গবেষণার তথ্য বলছে অ্যান্টিবায়োটিকের ভেদশক্তি অনেকটাই বেড়ে গেছে রোবটের ব্যবহারের জন্যে। এমনটাই জানালেন চিকিৎসক ভিক্টর নিজেট। উনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সান ডিয়েগো ক্যাম্পাসের শিশুরোগবিদ্যার অধ্যাপকও বটে।
কীভাবে কাজ করে খুদে রোবট? ছোট্ট পলিমারের বলের গায়ে পাতলা নিউট্রোফিলের আস্তরণ। ব্যাকটেরিয়ার আক্রমণে শরীরে প্রদাহ সৃষ্টিকারী অনুকে প্রশমিত করতে সক্ষম ঐ নিউট্রোফিলের পর্দা। এই নিউট্রোফিল হচ্ছে একপ্রকারের শ্বেতকণিকা। ঐ বিশ্ববিদ্যালয়ের ন্যানোপ্রযুক্তিবিদ জোসেফ ওয়াং জানিয়েছেন, ছত্রাক কোষের বিচলনের মাধ্যমে দেহে ওষুধ প্রয়োগের কার্যকারিতা অনেকটাই বেশি।
পদ্ধতিটাকে আরও নিরাপদ, সহজ আর দীর্ঘস্থায়ী করার ব্যাপারে উদ্যোগ নেওয়ার কথা বলছেন সান ডিয়েগো ক্যাম্পাসের কেমিক্যাল ইঞ্জিনিয়ার লিয়াংফ্যাং ঝাং। নেচার মেটেরিয়াল পত্রিকায় গবেষণাপত্রটা প্রকাশিত হয়েছে সম্প্রতি।