শুক্রবারের বিকেলে শুক্রের লীলা

শুক্রবারের বিকেলে শুক্রের লীলা

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ২৫ মার্চ, ২০২৩

ফেব্রুয়ারির শেষ সপ্তাহে চাঁদের সঙ্গে এক সারিতে দেখা গিয়েছিল সৌরমণ্ডলের উজ্জ্বলতম গ্রহ শুক্র এবং বৃহত্তম গ্রহ বৃহস্পতিকে। তার পরে আবার নতুন মহাজাগতিক দৃশ্য দেখল বাংলা।
বসন্তের আকাশে আবার বিরল মহাজাগতিক দৃশ্য। শুক্রবারের সন্ধ্যায় নতুন অবস্থানে আবির্ভাব হল শুক্র গ্রহের। সৌরমণ্ডলের উজ্জ্বলতম গ্রহ চলে এল চাঁদের একেবারে কাছে।

ফেব্রুয়ারির শেষ সপ্তাহে চাঁদের সঙ্গে এক সারিতে দেখা গিয়েছিল শুক্র এবং সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহ বৃহস্পতিকে। এ বার চাঁদের ঠিক নিচে চলে এল শুক্র। শুক্রবারের সন্ধ্যায় বেশ কিছুক্ষণের জন্য চাঁদের আড়ালেও চলে গিয়েছিল শুক্র।
কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও শুক্রবার বিরল মহাজাগতিক মিলন দেখার উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স -এর তরফে টেলিস্কোপ এবং ক্যামেরা ব্যবহার করে হ্যানলে থেকে এই মহাজাগতিক ঘটনা লাইভ স্ট্রিম করা হয়েছিল। উৎসাহীদের প্রশ্নের উত্তর দিতে হাজির ছিলেন জ্যোতির্বিজ্ঞানীরা।
সূর্যকে প্রদক্ষিণ করতে করতে চাঁদ ও শুক্র কাছাকাছি চলে আসে, এমন ঘটনা কমপক্ষে ৪০০ বছর ছাড়া দেখতে পাওয়া যায়।