বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ সেপ্টেম্বর, ২০২১
টিকা নেওয়ার পরে বুস্টার ডোজ অপরিহার্য। জানাচ্ছেন গবেষকরা। ভুবনেশ্বরের ICMR এর আঞ্চলিক শাখার(RCMR) গবেষণায় উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। সমীক্ষায় মোট ৬১৪ জন টীকা নেওয়া মানুষের নমুনা সংগ্রহ করা হয়। দেখা যায়, এদের মধ্যে ৮১ জনের সংক্রমণ হয় টিকা নেওয়ার পরেও। আর বাকি ৫৩৩ জনের সংক্রমণ হয়নি, কিন্তু অ্যান্টিবডি কমে গেছে উল্লেখযোগ্য হারে। এই ৬১৪ জনের মধ্যে ৩০৮ জন কোভিশিল্ড ও ৩০৬ জন কোভ্যাক্সিন নেন। গবেষণায় জানা যায় কোভ্যক্সিন নেওয়ার ২ মাস ও কোভিশিল্ড নেওয়ার ৩ মাস পরেই কমতে শুরু করে অ্যান্টিবডি।
শাখার ডিরেক্টর সঙ্ঘমিতা পতি জানান, অনেকের মধ্যেই টিকার নেওয়ার চার থেকে ছমাস পরে অ্যান্টিবডির মাত্রা কমতে শুরু করে। তাই নেগেটিভ অ্যান্টিবডির মানুষদের ক্ষেত্রে বুস্টার ডোজ নেওয়া অপরিহার্য।