হাইড্রোজেন সালফাইড থেকে উৎপন্ন হবে জ্বালানি। হাইড্রোজেন সালফাইড প্রকৃতপক্ষে কলকারখানা থেকে নির্গত পচা ডিমের মতো গন্ধওয়ালা বিষাক্ত গ্যাস, যা পরিবেশের ব্যপক ক্ষতি করে। তাই গবেষকরা পরিকল্পনা করছিলেন যদি গ্যাসটি থেকে এমন কিছু যদি উৎপাদন করা যায় যা প্রয়োজনীয় হতে পারে। ওহিও স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক সালজেন প্রক্রিয়ায় এই বিষাক্ত গ্যাস থেকে জ্বালানি উৎপাদনের প্রক্রিয়াটি সম্পন্ন করেন। পূর্বের কেমিকাল লুপিং পদ্ধতির ওপর ভর করে সালজেন প্রক্রিয়ার উদ্ভাবন করেন ওহিও স্টেট ইউনিভার্সিটির গবেষক কল্যানি জঙ্গম ও গবেষকদল। সালজেন প্রক্রিয়াতেই হাইড্রোজেন সালফাইড রুপান্তরিত হবে হাইড্রোজেন গ্যাসে। যা ব্যবহৃত হতে পারে বিশুদ্ধ জ্বালানি রূপে। গবেষকরা জানাচ্ছেন, বিষাক্ত হাইড্রোজেন সালফাইড থেকে জ্বালানি তেল ও গ্যাস উৎপাদনের পদ্ধতির আবিষ্কার দ্রুত জলবায়ু পরিবর্তনের কালে এক উল্লেখযোগ্য সাফল্য।