মহাকাশে উদঘাটন, টেলিস্কোপ কী বলছে?

মহাকাশে উদঘাটন, টেলিস্কোপ কী বলছে?

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৫ এপ্রিল, ২০২৩

নতুন বছরের শুরুতেই মহাকাশের চমকপ্রদ ছবি তুলে তাক লাগিয়ে দিল নতুন টেলিস্কোপ। আগের বছর জুলাই মাসে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে রংবেরঙের ছবি দেখার সুযোগ পেয়েছিল বিশ্ববাসী। এবারে আরও আকর্ষণীয় হতে চলেছে।
টেলিস্কোপের সাহায্যে মহাবিশ্বের ইতিহাসের প্রত্যেকটা পর্যায় খুঁটিয়ে দেখার সম্ভাবনা রয়েছে। বিং ব্যাং-এর পর প্রথম উজ্জ্বল আলোকছটা কিংবা ছায়াপথের জন্ম, তারপরে গ্রহতারাদের সৃষ্টির রহস্য উন্মোচিত হবে। বাদ যাবে না আমাদের সৌরজগতের উপকথাও।
অস্ট্রেলিয়াতে, ২০২৩ সালে অভাবনীয় কিছু হতে পারে মহাকাশ পর্যবেক্ষণের ক্ষেত্রে। আস্কাপ রেডিও টেলিস্কোপে আকাশের সম্পূর্ণ আলাদা একটা ছবি দেখা যাবে। সেটোনিক্স নামের একটা সুপারকম্পিউটার ইতিমধ্যেই পাওসে-র রিসার্চ সেন্টারের বিজ্ঞানীরা তৈরি করেছেন যা সরাসরি যুক্ত থাকবে আস্কাপের সাথে।
পিছিয়ে নেই ইউরোপও। চিলির প্যারানাল অবজারভেটরিতে বসানো রয়েছে ইউরোপিয়ান সাদার্ন অবজারভেটরির ভিস্তা নামের টেলিস্কোপ। এপ্রিলের প্রথম সপ্তাহে প্রকাশিত হয়েছে দুর্দান্ত এক আলোকচিত্র।