প্লাস্টিক খেতে পারে এমন দুটো ছত্রাকের সন্ধান মিলল এবার

প্লাস্টিক খেতে পারে এমন দুটো ছত্রাকের সন্ধান মিলল এবার

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৬ মে, ২০২৩

প্লাস্টিকভুক ব্যাকটেরিয়ার সন্ধান বিজ্ঞানীরা আগেই পেয়েছেন। এবার সেই একই কাজে দক্ষ দুটো ছত্রাকের প্রজাতি আবিষ্কৃত হল। যদিও ওই দুটো ছত্রাক প্রকৃতিতে বিরল নয়।
একটা হল অ্যাস্পারজিলাস টেরিউস আর অন্যটা এঞ্জিওডোন্টিয়াম অ্যালবাম। এদের শরীরে রয়েছে কিছু বিশেষ উৎসেচক বা এনজাইম। এই রাসায়নিকের সাহায্যেই প্লাস্টিক বিয়োজিত করতে পারে এরা।
বিজ্ঞানীরা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেছেন যে, দুটো প্রজাতিই পলিপ্রোপিলিন গলিয়ে দিতে পারে। এই সস্তা প্লাস্টিকই প্যাকেজিং শিল্পে, গাড়ির পার্টস বানাতে আর ব্যাটারি উৎপাদনে ব্যবহৃত হয়। অন্যসব শিল্পক্ষেত্রের উৎপাদনেও কাজে লাগে ব্যাপকভাবে।
প্লাস্টিক দূষণের বাড়বাড়ন্তের মধ্যে গবেষকদের চিন্তায় রেখেছে উৎপাদনক্ষেত্রে প্লাস্টিক। এটা কয়েক বছরের মধ্যে কমে যাবে এমন দিশা নেই। তবে জনগণের চাহিদা এমনভাবে বাড়তে থাকলে আর নিত্যনতুন দ্রব্য উদ্ভাবিত হতে থাকলে এই ক্ষেত্রে লাগাম টানা সত্যিই মুস্কিল। যদিও এই নতুন দুই ছত্রাকের আবিষ্কার সাহায্য করতে পারে প্লাস্টিকের বোঝা কমাতে।