ব্ল্যাকহোলের বিপদ কি গ্রাস করবে আমাদের?

ব্ল্যাকহোলের বিপদ কি গ্রাস করবে আমাদের?

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৬ মে, ২০২৩

ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর বিজ্ঞানীদের কাছে মহাকাশের সবচেয়ে বড় রহস্য এবং অদ্ভুত ধাঁধা। মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, এই সময়ে এক বিশালাকার ব্ল্যাকহোল সক্রিয় রয়েছে। এতে প্রায়ই বড় ধরনের বিস্ফোরণের মতো পরিস্থিতি তৈরি হয়েই চলেছে৷ গবেষকদের মতে, এখন পর্যন্ত সুপারনোভার ভিত্তিতে বলা যেতে পারে যে তাদের উজ্জ্বলতা কয়েক সপ্তাহের মধ্যেই ক্ষীণ হয়ে যায়। একই সময়ে, ব্ল্যাক হোলের গবেষণায় প্রকাশিত ঘটনাটি দীর্ঘদিন ধরে একই অবস্থায় রয়েছে। এর মধ্যে গত তিন বছর ধরে চলছে বিস্ফোরণ। পৃথিবীর জন্য বড় বিপদের লক্ষণ রয়েছে। সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের একজন বিজ্ঞানী ফিলিপ ওয়াইজম্যানের মতে, বেশিরভাগ সুপারনোভা কয়েক মাসের মধ্যে শেষ হয়ে যায়। একই সঙ্গে এর দীর্ঘ মেয়াদ বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে। কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্টের ম্যাট নিকোল বলছেন, এটা ব্ল্যাকহোলের জন্যে হয়তো খুবই সাধারণ ঘটনা।
ডক্টর উইজম্যান এবং তার সহকর্মীরা গবেষণায় জড়িত দেখেছেন যে এই ব্ল্যাক হোলের আয়তন এক বিলিয়ন সূর্যের সমান। কিন্তু হঠাৎই এটা ব্যতিক্রমী চরিত্রে কাজ করছে৷ মহাকাশীয় গ্যাসের একটা বলয় গ্রাস করেছে এই ব্ল্যাকহোলের চারপাশের মহাকাশকে।