সৌরজগতে জল এলো কোত্থেকে?

সৌরজগতে জল এলো কোত্থেকে?

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৮ মে, ২০২৩

সৌরজগতে সদ্যজাত নক্ষত্র থেকে শুরু করে ধূমকেতু – জলের উৎস ঠিক কী? গবেষকরা গ্রহ-সৃষ্টিকারী একটা বলয়ের মধ্যে অনুসন্ধান করছেন। সৌরজগতের সব গ্রহের আঁতুড়ঘর এই বলয়টা পৃথিবী থেকে ১০০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। ঐ বলয়কেই মিসিং লিঙ্ক বলে মনে করছেন মহাকাশবিজ্ঞানীরা।
ন্যাশানাল রেডিও অ্যাস্ট্রোনমি অবজারভেটরির মহাকাশবিজ্ঞানী জন টোবিন বলছেন, সৌরজগতে সূর্যের জন্মের আগে জলের উৎসটা এখন আমরা খুঁজে পেয়েছি।
V833 অরিওনিস হচ্ছে সেই মিসিং লিঙ্ক। V833 অরিওনিস একটা প্রোটোস্টার ছিল নক্ষত্রজন্মের আদিকালে। কিন্তু এই নক্ষত্রের বাইরের বলয় এখনও মহাকাশের ধুলো জড়ো করে চলেছে। এই বলয়ই পরবর্তী সময়ে গ্রহদের জন্ম দিয়েছে। ধূমকেতু, গ্রহাণুর মতো বাদবাকি মহাজাগতিক বস্তুও এই বলয় থেকে উৎপন্ন হয়েছে।
টোবিন বলছেন, আমাদের সৌরজগতের ধূমকেতুগুলোতে জলের যেমন বিন্যাস তেমনটাই ঐ বলয়েও রয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে, সূর্যের জন্মের অনেক আগেই মহাকাশের গ্রহ-তন্ত্র বা প্ল্যানেটারি সিস্টেমের মধ্যে জল তৈরি হয়ে গিয়েছিল। সেই জলই কালক্রমে অপরিবর্তিত রূপে পৃথিবীতে কিংবা ধূমকেতুতে রয়ে গেছে।
তবে টোবিনের ধারনা, সাধারণ জলের সাথে সাথে ভারি জল বা ডয়টেরিয়াম অক্সাইডও ছিল ঐ গ্রহসৃষ্টির বলয়ে।