সিলিকনের বিকল্প অবশেষে মিলল – পেরোভস্কাইট

সিলিকনের বিকল্প অবশেষে মিলল – পেরোভস্কাইট

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৯ মে, ২০২৩

কম্পিউটারের সেন্ট্রাল প্রোসেসিং ইউনিট, সেমিকন্ডাক্টার চিপ, সোলার প্যানেল – এমন হরেক প্রয়োজনে লাগে সিলিকন। প্রকৃতিতে সহজলভ্য। কিন্তু সমস্যা হল খনি থেকে সিলিকন উত্তোলন করে বিশুদ্ধ করতে অনেক টাকা খরচ হয়। তাই এই বহুল প্রচলিত অর্ধপরিবাহী পদার্থের বিকল্প অনুসন্ধানের কাজে অনেকদিন থেকেই লেগে ছিলেন বিজ্ঞানীরা।
উল্টোদিকে পেরোভস্কাইট হল কিছু প্রায় সমজাতীয় পদার্থের একটা গোত্র। তাদের জটিল রাসায়নিক নাম না ব্যবহার করে ক্রিস্টাল গঠনের জন্যে পেরোভস্কাইট নামে ডাকা হয়। বিগত কয়েক বছরে বিভিন্ন পরীক্ষানিরীক্ষায় সিলিকনের বিকল্প হিসেবে বেশ ভালো নম্বরই পেয়েছে এই গোত্রের পদার্থগুলো। খরচেও কম পড়ে। যদিও ব্যবহারটা এতদিন মূলত সোলার প্যানেলেই সীমাবদ্ধ ছিল। সম্প্রতি রচেস্টার বিশ্ববিদ্যালয়ের আলোকবিদ্যার অধ্যাপক চুনলেই গুয়ো আরও কার্যকরী করে তুলেছেন পেরোভস্কাইটকে।
অধ্যাপক গুয়ো কিন্তু রাসায়নিক উপায় ব্যবহার না করে পদার্থবিদ্যার শরণাপন্ন হয়েছেন। উনি ধাতু দিয়ে তৈরি স্তর কাজে লাগিয়ে পেরোভস্কাইটের কার্যকারিতা ২৫০% বাড়িয়ে দিয়েছেন।
নেচার পত্রিকার ফটোনিক্স বিভাগে প্রকাশিত হল এই গবেষণার বিশদ খবর।