গত সপ্তাহে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যে ভূমিকম্পের ‘ঝাঁক’ শুরু হয়েছিল (৪২০০ বার!) তার মধ্যে লা পামা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এখনও থামেনি! অবিরাম চলছে। রবিবার এই অগ্ন্যুৎপাত আরও জোরদার হয় এবং তার লাভা এখন শুধু বাতাসে বা নদীতেই ছড়িয়ে পড়ছে না, আশেপাশের দু’টি গ্রামেও পৌঁছে গিয়েছে সেই লাভার রেশ! যে পরিমাণ লাভা আর তা থেকে যে পরিমাণ ছাই বেরোচ্ছে তাতে ক্যানারি দ্বীপপুঞ্জের ভূমিকম্পবিদরা হিসেব করে দেখছেন, প্রত্যেকদিন বাতাসে এই অগ্ন্যুৎপাত ৬০ লক্ষ কেজি সালফারডাই অক্সাইড ছড়িয়ে দিচ্ছে! হাওয়ার যা গতিবেগ তাতে এই সালফার ডাই অক্সাইড তিন কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ জানিয়েছেন দু’টো গ্রাম থেকে ইতিমধ্যে পাঁচ হাজার মানুষকে সরিয়ে ফেলা হয়েছে। অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পর লাভা দু’দিকে এগিয়ে যাচ্ছে। তার মধ্যে একটি দিক, যেখানে মানুষ আর নেই, প্রায় ১০০টি বাড়ি ধ্বংস করে দিয়েছে লাভার স্রোত! লা পামা থেকে এরকম ভয়াবহ অগ্ন্যুৎপাত শেষবার হয়েছিল ১৯৭১-এ। লা পামা দ্বীপপুঞ্জে ৮৫ হাজার লোকের বাস। ক্যানারি দ্বীপপুঞ্জের আটটা দ্বীপের অন্যতম আগ্নেয় দ্বীপ। আফ্রিকার পশ্চিম উপকূলে মরক্কো থেকে লা পামার দূরত্ব মাত্র ১০০ কিলোমিটার।