অ্যানথ্রোপোসিন – নামটা জেনে রাখা জরুরী কেন?

অ্যানথ্রোপোসিন – নামটা জেনে রাখা জরুরী কেন?

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৫ জুন, ২০২৩

কেউ বলছেন কলিযুগ, কেউ বলবেন ঘোরকলি। কিন্তু ভূতাত্ত্বিকরা আমাদের এই চলতি সময়কে ঠিক কোন নামে ডাকবেন? – আন্তর্জাতিক গবেষকদের একটা দল নামকরণ করেও ফেলেছে, অ্যানথ্রোপোসিন। আনুষ্ঠানিকভাবে ঘোষণা যদিও এখনও বাকি আছে।

কথাটা আজকের নয়। সেই ২০০৯ সালেই গঠিত হয়েছিল অ্যানথ্রোপোসিন ওয়ার্কিং গ্রুপ বা সংক্ষেপে এডব্ল্যুজি। উদ্দেশ্য ছিল বর্তমান যুগটাকে ভূতত্ত্বের ভাষায় চিহ্নিত করা।

গবেষকদের প্রশ্ন ছিল – আমরা কি এখনও হলোসিন যুগেই আছি, যেটা ১১০০০ বছর আগে শুরু হয়েছিল। নাকি তারপর থেকে মানুষের কার্যকলাপের তোড়ে পৃথিবী এতটাই বদলে গেছে যে নতুন যুগের কথা ভাবার সময় এসেছে। অ্যানথ্রোপোসিন শব্দটার ব্যুৎপত্তি বিচার করলে পাওয়া যাবে – অ্যানথ্রোপো, প্রাচীন গ্রিক ভাষায় যার অর্থ মানুষ। নতুন যুগের নামকরণটা কিন্তু ২০০০ সালেই হয়েছিল। সৌজন্যে পল ক্রুটজেন এবং ইউজিন স্টোর্মার, এনারাই যুগ পাল্টানোর মতামতটা রেখেছিলেন।

তাহলে এই অ্যানথ্রোপোসিন যুগ শুরু হল কবে থেকে? – বিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে। এখন ভূগোলের তথ্যেও এটার ব্যবহার চালু হয়ে গেছে।